নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর:ইন্ডিয়া নাম বাদ দিয়ে নরেন্দ্র মোদির সরকার কি এবার দেশের নাম শুধুই ভারত রাখতে চলেছে ? জি20 বৈঠকের নৈশভোজের আমন্ত্রণপত্রে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার' বদলে 'প্রেসিডেন্ট অফ ভারত' শব্দবন্ধ ব্যবহৃত হওয়ায় এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মঙ্গলবার সকালে বিষয়টি সামনে আসতেই বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা ৷ কংগ্রেসের লোকসভার সাংসদ শশী থারুরের মতে সাংবিধানিকভাবে ইন্ডিয়াকে ভারত নামে ডাকতে কোনও বাধা নেই ৷ কারণ সরকারিভাবে ইন্ডিয়া ও ভারত দুটোই দেশের পরিচয় ৷ তবে বিষয়টি নিয়ে কেন্দ্রকে খোঁচা দিতেও ছাড়েননি এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী । ইন্ডিয়া নামের 'ব্র্যান্ডভ্যালু'র কথা মনে করিয়ে দিয়েছেন ৷
মঙ্গলবার টুইটারে শশী থারুর লিখেছেন, "ইন্ডিয়াকে ভারত নামে ডাকতে সাংবিধানিকভাবে কোনও বাধা নেই ৷ দেশের দুটি সরকারি নামের অন্যমত ভারত ৷ আমি আশা করব সরকার 'ইন্ডিয়া' নাম থেকে সম্পূর্ণ দূরত্ব তৈরি করবে না কারণ এই নামটির একটা ব্র্যান্ডভ্যালু তৈরি হয়েছে বহু শতক ধরে ৷ আমাদের উচিত বিশ্ব যে নামে আমাদের চেনে সেই নাম পরিত্যাগ না করে দুটি নামই ব্যবহার করা ৷"