পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RBI supersedes Reliance Capital board : মেটেনি বকেয়া, বাতিল অনিল আম্বানির রিলায়েন্স ক্যাপিটালের বোর্ড - অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠী

পাওনাদারদের বকেয়া মেটানো হয়নি ৷ কোম্পানি পরিচালনা সংক্রান্ত গুরুতর সমস্যাগুলিরও সমাধান মেলেনি ৷ সেই কারণেই সোমবার রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের (Reliance Capital Ltd) বোর্ড বাতিল করে দিল আরবিআই (RBI supersedes Reliance Capital board) ৷

rbi supersedes reliance capital board in view of the defaults
RBI supersedes Reliance Capital board : মেটেনি বকেয়া, বাতিল অনিল আম্বানির রিলায়েন্স ক্যাপিটালের বোর্ড

By

Published : Nov 29, 2021, 10:11 PM IST

মুম্বই, 29 নভেম্বর : সোমবার রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের (Reliance Capital Ltd) বোর্ড বাতিল করে দিল আরবিআই (RBI supersedes Reliance Capital board) ৷ নির্দিষ্ট কয়েকটি কারণেই অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর (Anil Ambani's Reliance Group) এই বোর্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হয়েছে আরবিআই-কে ৷ তাদের দাবি, বেশ কয়েকটি ক্ষেত্রে বকেয়া টাকা মেটাতে পারেনি আরসিএল (RCL) ৷ তার জেরেই এই সিদ্ধান্ত ৷

আরও পড়ুন :Reliance Jio Tariffs: প্রিপেড রিচার্জে 21 শতাংশ পর্যন্ত শুল্কবৃদ্ধি করল জিও

এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে আরবিআই জানিয়েছে, ‘‘একাধিক ক্ষেত্রে পাওনাদারদের বকেয়া মেটাতে পারেনি আরসিএল কর্তৃপক্ষ ৷ সংস্থার প্রশাসনিক পরিচালনার কাজেও গুরুতর কিছু সমস্যা রয়েছে ৷ যার কোনও সমাধানসূত্র বোর্ড বের করতে পারেনি ৷ সেই কারণেই বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’

আরও পড়ুন :Future - Reliance Merger : সুপ্রিম কোর্টেও ধাক্কা রিলায়েন্সের, ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি কার্যকরে না

এদিকে, এনবিএফসি-র (NBFC) প্রশাসক হিসাবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের প্রাক্তন কার্যনির্বাহী নির্দেশক ওয়াই নাগেশ্বর রাওকে (Y Nageshwara Rao) নিয়োগ করেছে আরবিআই ৷ একটি বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে, খুব শীঘ্রই দেউলিয়া বিধিমালা প্রকাশ করা হবে ৷ 2019 সালের সংশ্লিষ্ট আইনের আওতায় এই বিধি প্রস্তুত করা হবে ৷ সেইসঙ্গে, মুম্বইয়ের জাতীয় কোম্পানি আইন ট্রাইবিউন্যালকে (NCLT) দেউলিয়া সংক্রান্ত বিষয়গুলিতে নজরদারির জন্য একজন পেশাদারকে প্রশাসক হিসাবে নিয়োগের আবেদনও জানাবে আরবিআই ৷

ABOUT THE AUTHOR

...view details