মুম্বই, 6 অক্টোবর: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই শুক্রবার 2023-24 অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়েছে ৷ তাদের মতে, ওই সময়ে মুদ্রাস্ফীতির হার 5.4 শতাংশ থাকবে ৷ এবং বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দামের ধাক্কার কোনও প্রভাব যাতে না পড়ে, তার জন্য সময়মতো ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ।
আরবিআই-এর মতে, উচ্চ মুদ্রাস্ফীতি ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকির কারণ হতে পারে ৷ তবে আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানান, সেপ্টেম্বরের খুচরো মুদ্রাস্ফীতি অগস্ট ও জুলাইয়ের তুলনায় কম হতে পারে । কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) এর উপর ভিত্তি করে হেডলাইন মুদ্রাস্ফীতি 2023-24 সালের প্রথম ত্রৈমাসিকে 4.6 শতাংশে নেমে এসেছে ৷ যা এক বছর আগে একই সময়ের 7.3 শতাংশ ছিল ৷
আরবিআই 2023-24 অর্থবর্ষের জন্য সিপিআই মুদ্রাস্ফীতি 5.4 শতাংশ হবে বলে অনুমান করেছে ৷ তাদের আরও অনুমান, ওই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে 6.4 শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে 5.6 শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে 5.2 শতাংশ মুদ্রাস্ফীতি হবে ৷ এছাড়া 2024-25 সালের প্রথম ত্রৈমাসিকের জন্য সিপিআই মূল্যস্ফীতি 5.2 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে । এর আগে অগস্টের মুদ্রানীতিতেও চলতি অর্থবছরে মূল্যস্ফীতি 5.4 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল ।