পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 7, 2022, 11:27 AM IST

Updated : Dec 7, 2022, 12:05 PM IST

ETV Bharat / bharat

RBI Hikes Lending Rate: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়ল শীর্ষ ব্যাঙ্ক

বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.25 শতাংশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI Hikes Benchmark Lending Rate by 35 Basis Points to 6.25 Per Cent) ৷ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আরবিআই ৷

rbi-hikes-benchmark-lending-rate-by-35-basis-points-to-6-25-per-cent
rbi-hikes-benchmark-lending-rate-by-35-basis-points-to-6-25-per-cent

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.25 শতাংশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI Hikes Benchmark Lending Rate by 35 Basis Points to 6.25 Per Cent) ৷ যা গত 11 মাস ধরে তার স্বাভাবিক স্তরের উপরে রয়েছে ৷ আর বেঞ্চমার্ক ঋণের হার বৃদ্ধির ফলে, রেপো রেট (Repo Rate) বা স্বল্পমেয়াদি ঋণের হার, যার সাহায্যে সব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তা বর্তমানে 6 শতাংশ উপরে উঠে গিয়েছে ৷

গত মে মাসে 40 বেসিস পয়েন্ট বৃদ্ধির পর থেকে এ নিয়ে পাঁচবার রেপো রেটের হার বাড়াল আরবিআই ৷ এর আগে জুন, অগস্ট ও সেপ্টেম্বরে 50 বেসিস পয়েন্ট করে বেড়েছে রেপো রেট ৷ আর এর ফলে বেঞ্চমার্ক ঋণে সুদের হার এবছরের জানুয়ারি মাস থেকে 2.25 শতাংশ বেড়েছে ৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি (MPC) বেঞ্চমার্ক ঋণের হার বাড়ানোর ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন:আগেই মূল্যবৃদ্ধি নিয়ে পদক্ষেপ করলে পরিস্থিতি খারাপ হতে পারে, মন্তব্য আরবিআই গর্ভনরের

কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) ভিত্তিক মুদ্রাস্ফীতি, যা আরবিআই-এর বেঞ্চমার্ক ঋণের হার নির্ধারণের সময় গুরুত্ব দেওয়া হয়, তা গত অক্টোবর মাসে 6.7 শতাংশে পৌঁছয় ৷ খুচরো মুদ্রাস্ফীতি এবছরের জানুয়ারি মাস থেকে আরবিআই-এর কমফর্ট লেভেল থেকে 6 শতাংশের উপরে রয়েছে ৷

Last Updated : Dec 7, 2022, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details