পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RBI Hikes Lending Rate: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়ল শীর্ষ ব্যাঙ্ক - Repo Rate

বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.25 শতাংশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI Hikes Benchmark Lending Rate by 35 Basis Points to 6.25 Per Cent) ৷ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আরবিআই ৷

rbi-hikes-benchmark-lending-rate-by-35-basis-points-to-6-25-per-cent
rbi-hikes-benchmark-lending-rate-by-35-basis-points-to-6-25-per-cent

By

Published : Dec 7, 2022, 11:27 AM IST

Updated : Dec 7, 2022, 12:05 PM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.25 শতাংশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI Hikes Benchmark Lending Rate by 35 Basis Points to 6.25 Per Cent) ৷ যা গত 11 মাস ধরে তার স্বাভাবিক স্তরের উপরে রয়েছে ৷ আর বেঞ্চমার্ক ঋণের হার বৃদ্ধির ফলে, রেপো রেট (Repo Rate) বা স্বল্পমেয়াদি ঋণের হার, যার সাহায্যে সব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তা বর্তমানে 6 শতাংশ উপরে উঠে গিয়েছে ৷

গত মে মাসে 40 বেসিস পয়েন্ট বৃদ্ধির পর থেকে এ নিয়ে পাঁচবার রেপো রেটের হার বাড়াল আরবিআই ৷ এর আগে জুন, অগস্ট ও সেপ্টেম্বরে 50 বেসিস পয়েন্ট করে বেড়েছে রেপো রেট ৷ আর এর ফলে বেঞ্চমার্ক ঋণে সুদের হার এবছরের জানুয়ারি মাস থেকে 2.25 শতাংশ বেড়েছে ৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি (MPC) বেঞ্চমার্ক ঋণের হার বাড়ানোর ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন:আগেই মূল্যবৃদ্ধি নিয়ে পদক্ষেপ করলে পরিস্থিতি খারাপ হতে পারে, মন্তব্য আরবিআই গর্ভনরের

কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) ভিত্তিক মুদ্রাস্ফীতি, যা আরবিআই-এর বেঞ্চমার্ক ঋণের হার নির্ধারণের সময় গুরুত্ব দেওয়া হয়, তা গত অক্টোবর মাসে 6.7 শতাংশে পৌঁছয় ৷ খুচরো মুদ্রাস্ফীতি এবছরের জানুয়ারি মাস থেকে আরবিআই-এর কমফর্ট লেভেল থেকে 6 শতাংশের উপরে রয়েছে ৷

Last Updated : Dec 7, 2022, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details