নয়াদিল্লি, 8 জুন:বাজারে চালু নোটের প্রায় 50 শতাংশই ব্যাংকে ফিরে এসেছে ৷ বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানালেন, বাজারে থাকা 2 হাজার টাকা নোটের প্রায় 50 শতাংশ ব্যাংকগুলিতে জমা পড়ে গিয়েছে ৷ তিনি আরও উল্লেখ করেন, 2 হাজার টাকা নোট বাজার থেকে তুলে নিলেও এখনই 500 টাকার নোট বাতিল হবে না ৷ তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷
সাংবাদিকদের শক্তিকান্ত দাস জানান, 2023 সালের 31 মার্চ পর্যন্ত দেশের বাজারে যে 2 হাজার টাকার নোট চালু ছিল, তার নগদ মূল্য 3 লক্ষ 62 হাজার কোটি টাকা ৷ এরপর 19 মে আরবিআই ঘোষণা করে 2 হাজার টাকার নোট চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে ৷ 23 মে থেকে 30 সেপ্টেম্বর- এই সময়সীমার মধ্যে ব্যাংকগুলিতে এই নোট জমা দিয়ে অথবা ব্যাংকগুলি থেকে 2 হাজার টাকার নোট বদল করতে হবে ৷ তার ফল মিলেছে হাতেনাতে ৷ ঘোষণার তিন সপ্তাহের মধ্যে ব্যাংকে প্রায় 50 শতাংশ 2 হাজার টাকার নোট ফিরে এসেছে ৷ মূল্য 1.8 লক্ষ কোটি টাকা ৷ এর মধ্যে প্রায় 85 শতাংশ 2 হাজার টাকার নোট ব্যাংকের অ্যাকাউন্টগুলিতে ডিপোজিট হিসেবে জমা পড়েছে ৷ আর বাকিটা নোট বদলের ফলে ব্যাংকে এসেছে ৷