মুম্বই: মুদ্রাস্ফিতীতে রাশ টানতে আবারও রেপো রেট অপরিবর্তিত রাখল শীর্ষ ব্যাংক ৷ শুক্রবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করা হয়েছে ৷ এই নিয়ে পরপর চারবার অপরিবর্তিত থাকল রেপো রেট ৷ 2022 সালের মে মাসে শেষ রেপো রেট রেট বেড়ে ছিল 250 বেসিস পয়েন্ট হিসাবে ৷ তার আগে মোট ছ'দফায় বাড়ানো হয়েছিল এই রেপোরেট ৷ জানালেন দেশের শীর্ষ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷ রেপো রেট না বাড়ায় বিভিন্ন ঋণের ইএমআই-ও বাড়বে না।
এদিন ছিল শীর্ষ ব্যাংকের দ্বি-মাসিক মনিটরি পলিসি নিয়ে আলোচনার দিন ৷ এই বৈঠকের পরেই আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, "আর্থিকনীতি নির্ধারণ কমটির পক্ষ থেকে রেপো রেট অপরিবর্তিত রাখার কথা উল্লেখ করা হয়েছে ৷ সেটি আগের মতো 6.5শতংশ থাকবে ৷ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেই রেপোরেট অপরিবর্তিত রাখা হয়েছে ৷"
গর্ভনরের মতে, চলতি আর্থিক বছরে আর্থিক বৃদ্ধির নির্ধারিত হারে পৌঁছতে রেপো রেট 6.5 শতাংশ থাকা সব দিক থেকে ভালো ৷ পাশপাশি এই লক্ষ্যমাত্রায় পৌঁছনোর ক্ষেত্রে বিশেষ ঝুঁকি নেই বলে তিনি মনে করেন ৷ ভোক্তা মূল্য-ভিত্তিক মূল্যস্ফীতি (সিপিআই) অগস্টে 6.83 শতাংশে পৌঁছেছে ৷ তা নিয়েই আর্থিকনীতি নির্ধারণ কমটি একটি বৈঠকটি হয়েছিল। আগামী সপ্তাহে সেপ্টেম্বরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে আরবিআই ৷ সরকার আরবিআইকে নির্দেশ দিয়েছে সিপিআই মূল্যস্ফীতি 4 শতাংশে রাখতে হবে ৷