পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RBI Seeks Report: আদানি গোষ্ঠীর কাছে কার কত টাকা আছে, ব্যাংকগুলিকে তথ্য চাইল আরবিআই - হিন্ডেনবার্গ রিসার্চ

আদানি গোষ্ঠী সম্পর্কে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে এবার তথ্য চেয়ে পাঠাল আরবিআই (RBI on Adani Group) ৷ হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) পেশ করা রিপোর্ট এবং তার পরবর্তী ঘটনাক্রমের জেরেই এই পদক্ষেপ ৷

RBI asks Indian banks for details of their exposure in Adani Group of Companies
প্রতীকী ছবি

By

Published : Feb 2, 2023, 5:42 PM IST

Updated : Feb 2, 2023, 9:09 PM IST

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি:আদানি গোষ্ঠী সম্পর্কে কার কাছে কী কী তথ্য রয়েছে, ব্যাংকের কত টাকা এই মুহূর্তে রয়েছে আদানিদের সংস্থার হাতে, সেই সমস্ত তথ্য জানতে চাইল রিজার্ভ ব্য়াংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বা আরবিআই ৷ বৃহস্পতিবার ভারতের সংশ্লিষ্ট সমস্ত ব্যাংকের কাছ থেকে এই তথ্যাবলী চেয়ে পাঠিয়েছে আরবিআই (RBI on Adani Group) ৷ সরকার এবং ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত সূত্র মারফত এদিন এই খবর প্রকাশ্যে এসেছে ৷

গত সপ্তাহেই আদানি গোষ্ঠী সম্পর্কে চাঞ্চল্যকর একটি রিপোর্ট প্রকাশ করে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) ৷ তার ধাক্কা সামলাতে গিয়ে এখন কার্যত নাকের জলে-চোখের জলে দশা আদানি গোষ্ঠীর ৷ এরই মধ্যে বুধবার আদানি গোষ্ঠী একটি বড় সিদ্ধান্ত নেয় ৷ তাদের প্রধান সংস্থার সমস্ত সাবস্ক্রাইব করা শেয়ারের বিক্রি বন্ধ করে দেয় তারা ৷ এদিকে, গত সপ্তাহ থেকে শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর পতন শুরু হয়েছে ৷ যা এখনও থামার নাম নেই ৷ এই প্রেক্ষাপটেই পদক্ষেপ করল আরবিআই ৷

আরও পড়ুন:বাজার অস্থির, তাই এফপিও প্রত্যাহারের সিদ্ধান্ত ! ভিডিয়ো বার্তায় দাবি আদানির

উল্লেখ্য, এলআইসি ছাড়াও ভারতের বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে আদানি গোষ্ঠী ৷ তাই তারা যদি ডোবে, তাহলে এলআইসি এবং এইসব ব্যাংকেরও বিপুল আর্থিক ক্ষতি হবে ৷ সবথেকে বেশি সমস্যায় পড়বেন সাধারণ নাগরিকরা ৷ যাঁদের টাকা গচ্ছিত রয়েছে এইসব ব্য়াংক এবং এলআইসিতে ৷ আর সেই টাকা আপাতত রয়েছে আদানি গোষ্ঠীর কাছে ! ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, এই প্রেক্ষাপটে প্রয়োজনে আরবিআইকে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে ৷ তবে, তার আগে বিশদে পরিস্থিতি বুঝে নিতে চাইছে তারা ৷

গত 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ তাদের রিপোর্ট প্রকাশ করে ৷ তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে ৷ বলা হয়েছে, আদানি গোষ্ঠী তাদের শেয়ারের দাম ফুলিয়ে, ফাঁপিয়ে দেখাচ্ছে ৷ এছাড়াও, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিদেশে ভুয়ো প্রতিষ্ঠান তৈরি করে বিনিয়োগ, শেয়ারের বিনিময়ে বেআইনিভাবে ঋণগ্রহণ, তথ্যগোপন, তথ্যবিকৃতি-সহ বহু গুরুতর অভিযোগ করা হয়েছে ৷ লক্ষ্যণীয় বিষয় হল, এত কিছু ঘটে যাওয়ার পরও সরকার এ নিয়ে একটিও বাক্য খরচ করেনি ৷ আর আদানি গোষ্ঠীর দাবি, হিন্ডেনবার্গের রিপোর্ট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ৷ এমনকী, এই ঘটনাকে তারা ভারতের উপর পরিকল্পিত হামলা বলেও দাবি করেছে ! যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷

Last Updated : Feb 2, 2023, 9:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details