আমেদাবাদ, 10 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Elections) স্ত্রী রিভাবা জাদেজাকে (Rivaba Jadeja) টিকিট দিয়েছে বিজেপি (Gujarat BJP Candidate)৷ এই খবর প্রকাশ্যে আসার পরই স্ত্রীকে অভিনন্দন জানালেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Jadeja Thanks PM)৷ স্ত্রীকে নির্বাচনে লড়ার টিকিট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷
নিজের টুইটার হ্যান্ডেলে স্ত্রী রিভাবার ছবি দিয়ে একটি বার্তা পোস্ট করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷ তিনি লিখেছেন, "বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ার জন্য আমার স্ত্রীকে অভিনন্দন । তুমি যে ভাবে প্রচেষ্টা চালিয়েছো এবং কঠোর পরিশ্রম করেছো তাতে আমি গর্বিত । তোমার প্রতি আমার শুভেচ্ছা রইল ৷ এ ভাবেই চালিয়ে যাও । সমাজের উন্নয়নে কাজ করো ।"
সেই বার্তাতেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাদেজা লিখেছেন, "আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এবং শ্রী অমিত শাহজিকে তাঁর (রিভাবার) ক্ষমতায় আস্থা রাখার জন্য এবং তাঁকে মহৎ কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই ৷"
ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এ বছর এশিয়া কাপের সময় হাঁটুর চোটের কারণে অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েন । রিভাবা জাদেজা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার । কংগ্রেসের প্রবীণ নেতা হরি সিং সোলাঙ্কির আত্মীয় তিনি ৷ 2016 সালে রবীন্দ্র জাদেজার সঙ্গে রিভাবার বিয়ে হয় । পরিবারের রাজপুত ঐতিহ্য এবং প্রাক্তন রাজকীয় বংশের ধারা বজায় রেখে রিভাবা জামনগর-সৌরাষ্ট্র অঞ্চলে সক্রিয় রাজনীতি করতেন ৷
আরও পড়ুন:গুজরাত নির্বাচনে বিজেপির টিকিটে লড়বেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা
চলতি বছরের ডিসেম্বর মাসে রয়েছে গুজরাতের বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections)৷ বৃহস্পতিবার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি ৷ সেই তালিকাতেই নাম রয়েছে জাদেজা-পত্নী রিভাবার (Rivaba gets BJP ticket from Jamnagar North)৷ বৃহস্পতিবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান যে, সেই তালিকায় নাম রয়েছে 100 জনের ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোদিয়া কেন্দ্র থেকে ভোটে লড়বেন বলে জানিয়েছেন ভূপেন্দ্র যাদব । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং দলের শীর্ষ নেতা ভূপেন্দ্র সিংহ চুড়াসামা জানিয়েছেন যে, তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ৷ গুজরাতে ষষ্ঠ বারের জন্য ক্ষমতায় আসতে ভোটপ্রার্থী বিজেপি ৷ 1 ও 5 ডিসেম্বর দু দফায় ভোট হতে চলেছে এই রাজ্যে ৷ ভোটগণনা হবে 8 ডিসেম্বর ৷