নয়াদিল্লি, 17 মে: শেষলগ্নে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৷ আগামী শনিবার দিল্লিতেই হবে সেই ম্যাচ ৷ তাই দিল্লিতে পৌঁছেছেন চেন্নাইয়ের খেলোয়াড়রা ৷ দেশের রাজধানীতে পৌঁছানোর সুযোগ পেয়েই 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হন সিএসকে-র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ সঙ্গে ছিলেন স্ত্রী রিভাবা জাদেজা ৷ মঙ্গলবার সেখানেই তাঁরা দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷
প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রীকে নিয়ে সাক্ষাতের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং জাদেজা ৷ ছবির সঙ্গে জাদেজা লেখেন, ‘‘নরেন্দ্র মোদি সাহেব আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷ আপনি আমাদের মাতৃভূমির জন্য কঠোর পরিশ্রম ও উৎসর্গের একটি প্রধান উদাহরণ ! আমি নিশ্চিত আপনি সর্বোত্তম উপায়ে সবাইকে অনুপ্রাণিত করতে থাকবেন ৷’’ পরে প্রধানমন্ত্রীও জাদেজার সেই পোস্ট রিটুইট করেন ৷ সেখানে মোদি লেখেন, ‘‘আজ রিভাবা ও আপনার সঙ্গে চমৎকার সাক্ষাৎ হয়েছে । আমরা বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি ৷’’
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কী এমন গুরুত্বপূর্ণ আলোচনা প্রধানমন্ত্রী করলেন জাদেজা ও তাঁর স্ত্রীর সঙ্গে ৷ কারণ, তাঁর স্ত্রী রিভাবা আবার গুজরাতের জামনগর উত্তরের বিধায়ক ৷ গত বছরের শেষে হওয়া ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথমবার বিজেপির টিকিটে ভোটে জিতেছেন ৷ তাহলে কি গুজরাতের রাজনীতি নিয়ে কোনও আলোচনা হল এই ত্রয়ীর মধ্যে ?