কলকাতা, 25 মে : মারণ ভাইরাস কেড়েছে বহু প্রাণ ৷ পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু বেসরকারি কর্মী ৷ সংসারের একমাত্র রোজগেরের চলে যাওয়ায় কার্যত পথে বসেছে বহু পরিবার ৷ এই পরিস্থিতিতে টাটা স্টিলের করোনা আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ালেন রতন টাটা ৷
টাটা স্টিলের তরফে এই মর্মে একটি টুইটার করা হয় ৷ সেই টুইটারের তারা জানিয়েছে, কোম্পানির পক্ষ থেকে একটি সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হল ৷ করোনায় কোনও কর্মচারী মারা গেলে , তাঁর 60 বছর পর্যন্ত তার পরিবারকে মাসিক বেতন দেওয়া হবে ৷ পাশাপাশি চিকিৎসা ও বসবাস সংক্রান্ত সুযোগ সুবিধাও প্রদান করা হবে ৷ এছাড়াও মৃতের সন্তানদের পড়াশোনার সমস্ত খরচাও বহন করবে সংস্থা ৷