পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ratan Tata: উদ্যোগ রত্ন সম্মানে রতন টাটাকে সম্মানিত করল মহারাষ্ট্র সরকার - উদ্যোগ রত্ন সম্মান

শনিবার মহারাষ্ট্র সরকারের তরফে উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত করা হয় শিল্পপতি রতন টাটাকে ৷ এদিন তাঁর বাসভবনে গিয়ে তাঁকে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷

ETV Bharat
উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত রতন টাটা

By

Published : Aug 19, 2023, 6:26 PM IST

Updated : Aug 19, 2023, 6:50 PM IST

উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত রতন টাটা

মুম্বই, 19 অগস্ট:মহারাষ্ট্রের উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট শিল্পপতি তথা টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা ৷ শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাঁর হাতে এই সম্মাল তুলে দেন ৷ এই সম্মাননা প্রদানের সময় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার ৷ এই বছর থেকেই এই বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠান শুরু করেছে মহারাষ্ট্র সরকার ৷ প্রথম শিল্পপতি হিসেবে মহারাষ্ট্রের এই উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত হলেন রতন টাটা ৷ এদিন রতন টাটার বাসভবনে গিয়ে এই সম্মান তাঁকে প্রদান করেন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী ৷

মুম্বইয়ের কোলাবাস্থিত হালকাই এলাকায় রতন টাটার বাসভবনে এদিন যান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ এই সম্মাননা প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার, শিল্পমন্ত্রী উদয় সামন্ত, শিক্ষামন্ত্রী দীপক কেশরকর ও বিভিন্ন দফতরের সচিবরা ৷

রতন টাটাকে সম্মানিত করা প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এদিন জানান, রতন টাটা এক বিশ্বাসের নাম ৷ টাটা গোষ্ঠী মানেই বিশ্বাস ৷ তিনি আরও জানান, রতন টাটাকে সম্মানিত করতে পারায় এই সম্মানের মর্যাদা আরও বেড়ে গেল ৷ বিভিন্ন শিল্পের ক্ষেত্রে তাঁর অবিস্মরনীয় যোগদান রয়েছে ৷ বিপদের সময় টাটা গোষ্ঠী সবসময় দেশের পাশে এসে দাঁড়িয়েছে ৷ নুন শিল্প থেকে বিমান পরিবহণ শিল্প, সবেতেই এই গোষ্ঠী তাদের সাফল্যের ছাপ রেখেছে ৷

আরও পড়ুন: জি20 সম্মলনে ডিজিটাল অর্থনীতিতে ভারতের অগ্রগতি তুলে ধরলেন মোদি

রতন টাটাকে সম্মানিত করা প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এদিন জানান, রতন টাটা এক বিশ্বাসের নাম ৷ টাটা গোষ্ঠী মানেই বিশ্বাস ৷ তিনি আরও জানান, রতন টাটাকে সম্মানিত করতে পারায় এই সম্মানের মর্যাদা আরও বেড়ে গেল ৷ বিভিন্ন শিল্পের ক্ষেত্রে তাঁর অবিস্মরনীয় যোগদান রয়েছে ৷ বিপদের সময় টাটা গোষ্ঠী সবসময় দেশের পাশে এসে দাঁড়িয়েছে ৷ নুন শিল্প থেকে বিমান পরিবহণ শিল্প, সবেতেই এই গোষ্ঠী তাদের সাফল্যের ছাপ রেখেছে ৷

Last Updated : Aug 19, 2023, 6:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details