নয়াদিল্লি, 20 অক্টোবর : ভোজন প্রিয় লোকজন বিভিন্ন জায়গায় নতুন নতুন পদের খোঁজে ঢুঁ মেরে থাকেন ৷ এমনকি শোনা যায়নি এমন অদ্ভুদ পদের সন্ধান পেলেও তা চেখে দেখতে পৌঁছে যান বহু ভোজন রসিক মানুষ ৷ কিন্তু, ‘রসগোল্লা চাট’! বাঙালির পছন্দের এবং একান্ত নিজস্ব মিষ্টি রসগোল্লা দিয়ে চাট ৷ এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে, রসগোল্লার রস চিপে তার মধ্যে তেঁতুলের চাটনি এবং দই দিয়ে ওই চাট তৈরি করা হচ্ছে ৷
এক ব্যক্তি তাঁর টুইটারে ওই রসগোল্লা চাট তৈরির ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে, কোনও এক দোকানদার দু’টি রসগোল্লার থেকে রস চিপে বের করছেন ৷ তার পর সেটিকে একটি বাটিতে রেখে মাঝখান থেকে দু’টুকরো করছেন ৷ এর পর রসগোল্লার টুকরোতে তেঁতুলের চাটনি, দই, আমন্ড, কাজু, কিসমিস দিয়ে তার উপরে আবার তেঁতুলের চাটনি দিয়ে ‘রসগোল্লা চাট’ তৈরি করে গ্রাহককে পরিবেশন করছেন ৷ এই ভিডিয়ো ইতিমধ্যে কয়েক হাজার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দেখেছেন ৷ তবে, এই রসগোল্লা চাট কোথায় বানানো হয়েছে, তা জানা যায়নি ৷