জয়পুর, 5 ডিসেম্বর:গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন দক্ষিণপন্থী দল শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডি ৷ মঙ্গলবার জয়পুরে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা ৷ গুলির লড়াইয়ে এক দুষ্কৃতীরও প্রাণ গিয়েছে ৷ আহত হয়েছেন সুখদেব সিং গোগামেডির এক নিরাপত্তারক্ষী ৷ গোটা ঘটনাটি ধরা পড়েছে করণি সেনা প্রধানের বাড়িতে থাকা সিসিটিভিতে ৷ এমনটাই পুলিশ আধিকারিকরা জানিয়েছেন ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শ্যামনগর থানা এলাকায় থাকা তাঁর বাড়িতে । সশস্ত্র তিনজন বাড়িতে ঢুকে সুখদেবের উপর হামলা চালায় ৷ গুলি লাগার পর করণি সেনা প্রধানকে মেট্রো মাস হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ রাজস্থান পুলিশের ডিজিপি উমেশ মিশ্র বলেছেন, "প্রাথমিক তদন্ত অনুসারে ঘটনার সময় সুখদেব সিং গোগামেডি তাঁর বাড়িতেই ছিলেন ৷ সেখানে হঠাৎ চারজন লোক এসে প্রবেশ করে এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । ঘটনায় গুরুতর আহত হন করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডি ৷ তাঁকে দ্রুত মেট্রো মাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।"
জানা গিয়েছে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শ্যামনগর থানার আধিকারিকরা । হামলাকারীদের ধরতে পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে । সুখদেব সিং গোগামেডিকে হত্যার খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে চারিদিকে । এই ঘটনায় করণি সেনার সদস্যের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে । করণি সেনা প্রধানের সমর্থকরা তাঁর বাড়িতে এসে ভিড় জমিয়েছে ।
সূত্রের খবর, দলের প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভির সঙ্গে মতপার্থক্যের কারণে 2015 সালে শ্রী রাজপুত করণি সেনা থেকে বহিষ্কৃত করা হয় সুখদেব সিং গোগামেডিকে ৷ এরপরেই তিনি শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা গঠন করেন । এই উভয় সংগঠনই রাজপুত সম্প্রদায় সম্পর্কে ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগে 2018 সালে দীপিকা পাড়ুকোন অভিনীত 'পদ্মাবত' এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ।