অন্ধ্রপ্রদেশ/মধ্যপ্রদেশ, 29 জুলাই: ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও 'রাষ্ট্রপত্নী' ('Rashtrapatni' row) মন্তব্যের জের এখনই পিছু ছাড়ছে না কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর (NCW summons Adhir Chowdhury)৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে সম্বোধন করার জন্য বৃহস্পতিবার দিনভর উত্তাল হতে দেখা গিয়েছে সংসদকে ৷ অধীর 'সেক্সিস্ট' মন্তব্য করেছেন বলে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন সরকারের প্রতিনিধিরা ৷ এ বার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল ৷ শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতিকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন ৷ নিজে হাজির থেকে তাঁর মন্তব্যের লিখিত ব্যাখ্যা দিতে হবে অধীরকে (FIR filed against Adhir Chowdhury)৷
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, "রাষ্ট্রপতিকে নিয়ে সাংসদ অধীররঞ্জন চৌধুরী যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অবমাননাকর ৷ তাঁকে অবশ্যই লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে ৷ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাঁর দলের সভানেত্রীর ৷ এই নিয়ে আমরা সোনিয়া গান্ধিজিকেও চিঠি লিখেছি ৷ এনসিডব্লিউ অধীর চৌধুরীকে সমন পাঠিয়েছে ৷ তাঁর অবশ্যই আসা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত ৷"