নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি:বেশ কয়েকজন নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ও লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রাধা কৃষ্ণ মাথুরের ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি ৷ তাঁর বদলে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ ৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে 12 টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের নাম ঘোষণা করা হয়েছে ৷ লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) (ডঃ) বিডি মিশ্র ৷ তিনি অরুণাচলপ্রদেশের রাজ্যপাল ছিলেন ৷
নবনিযুক্ত 12 জন রাজ্য়পালের মধ্যে 6 জন নতুন ৷ এঁদের মধ্যে 4 জন বিজেপি নেতা এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ৷ বিচারপতি এ আবদুল নাজির অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল (Former Supreme Court judge S Adbul Nazeer) ৷ দেশের সর্বোচ্চ আদালতের এই বিচারপতি অযোধ্যা মামলায় সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন ৷ এই বেঞ্চটি অযোধ্যার প্রত্নতত্ত্ব রিপোর্টকে (archaeological report on Ayodhya) সম্মতি দিয়েছিল ৷ মামলার ফলাফলে এই রিপোর্টটির বড় ভূমিকা ছিল বলে মনে করা হয় ৷
আরও পড়ুন: ভাষণ-বিতর্কে জল ঢালতে শাহকে চিঠি কোশিয়ারির