উজ্জয়িনী, 27 সেপ্টেম্বর: অর্ধ-নগ্ন এক নাবালিকা ৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় ঘুরছে ৷ পথচলতি মানুষের কাছে সাহায্য চাইছে ৷ কিন্তু কেউ এগিয়ে আসছে না সাহায্যের জন্য ৷ এভাবে প্রায় আড়াই ঘণ্টা কেটে যাওয়ার পর রাস্তার পাশেই পড়ে অজ্ঞান হয়ে যায় মেয়েটি ৷ পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে ৷ তার যৌনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৷ সেখানে বদনগর রোডে ডান্ডি আশ্রম রয়েছে ৷ সেই আশ্রমের সামনে থেকে স্থানীয় মহাকাল থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ৷ মেয়েটি আপাতত ইন্দোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷ পুলিশ এই ঘটনার তদন্তে সিট গঠন করেছে ৷ অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে ৷
রক্তাক্ত নাবালিকা উদ্ধার উজ্জয়িনীতে:সোমবার সন্ধ্যায় উজ্জয়িনীর মহাকাল থানা এলাকার বদনগর রোডে অবস্থিত ডান্ডি আশ্রমের কাছে একটি মেয়েকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মেয়েটি রক্তাক্ত অবস্থায় ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই মহাকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ পুলিশ মেয়েটিকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়।কিন্তু মেয়েটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ইন্দোরে রেফার করা হয়৷
উজ্জয়িনীতে নাবালিকাকে ধর্ষণ:ইন্দোরে একটি হাসপাতালে মেয়েটিকে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে যাওয়ার পরই ধর্ষণের বিষয়টি সামনে আসে ৷ পুলিশ জানিয়েছে, সেখানে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পরই ধর্ষণের বিষয়টি জানান ৷ চিকিৎসকরা আরও জানান, মেয়েটির বয়স 12 বছরের আশপাশে ৷ তার যৌনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সেই কারণে প্রচুর রক্তক্ষরণও হয়েছে ৷
আপাতত আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে ৷ রক্তের প্রয়োজন মিটিয়েছে পুলিশই ৷ চিকিৎসকরা জানিয়েছে যে মেয়েটির ডায়াবেটিসও রয়েছে ৷ ফলে চিকিৎসার ক্ষেত্রে তাঁদের সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ৷