লখনউ, 8 এপ্রিল : হিন্দু মেয়েদের সম্ভ্রম রক্ষা করার বার্তা দিতে গিয়ে বিতর্কে এক ধর্মগুরু ৷ অভিযোগ, তিনি পালটা মুসলিম মেয়েদের অপহরণ ও ধর্ষণের হুমকি দিয়েছেন (Rape Threat To Muslim Women) ৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
টুইটারে মহম্মদ জুবের নামে এক ব্যক্তি ওই ভিডিয়োটি পোস্ট করেছেন ৷ তাঁর দাবি, উত্তরপ্রদেশের একটি মসজিদের সামনে ওই হুমকি দেওয়া হয়েছে ৷ একটি গাড়িতে বসে ওই হুমকি দেন এই ধর্মগুরু ৷
একটি তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা জুবের ওই টুইটে আরও দাবি করেছেন যে, ঘটনাটি উত্তরপ্রদেশের সীতাপুর থানা এলাকার ৷ গত 2 এপ্রিল দুপুর 2টো নাগাদ ঘটনাটি ঘটে ৷
তবে ঘটনার ছ’দিন পর তদন্ত শুরু হয়েছে (UP Police File Case After 6 Days) ৷ এই নিয়ে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশন ৷ তারা এই মন্তব্যের প্রতিবাদ করেছে (NCW Condemn this Hate Speech) ৷ কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশককে চিঠি লিখেছেন ৷ ওই ধর্মগুরুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছেন ৷
আরও পড়ুন :Journalist among 8 stripped in MP : বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ, খবর করায় সাংবাদিককে অর্ধনগ্ন করে মার পুলিশের