নয়াদিল্লি, 18 জানুয়ারি: দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার (rape attempt with PhD student of JNU) অভিযোগ উঠল ৷ জানা গিয়েছে, ওই তরুণী জেএনইউ এর পিএইচডি'র ছাত্রী ৷ সোমবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷
জানা গিয়েছে, বাইকে আরোহী এক যুবক ওই তরুণীকে বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকের গেটের কাছ থেকে জোর করে বেশকিছুটা টেনে নিয়ে চলে যায় ৷ তরুণীর পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ তরুণী চেঁচাতে শুরু করলে তাঁর মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ওই অভিযুক্ত ৷ ঘটনার ইতিমধ্যেই থানার অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ ৷