হাঁসখালি, 16 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরেক অভিযুক্ত রঞ্জিত মল্লিক । মূল অভিযুক্ত সোহেল গয়ালি এবং প্রভাকর পোদ্দারের পর তৃতীয় অভিযুক্ত গ্রেফতার করা হল ৷ উল্লেখ্য, গণধর্ষণ কাণ্ডে তদন্তের দায়িত্ব পাওয়ার পর এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতার ৷ আগেই তার বাড়ি সিল করে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিদল (CBI arrest in Hanskhali Gang Rape Case in Nadia) ।
হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের তদন্ত করছে সিবিআই । পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন দলের সদস্যরা । নমুনা সংগ্রহ করেছেন । পাশাপাশি মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাড়ির তালা ভেঙে ঘরের ভিতর ঢুকেছিল কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা ।