পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Triple Murder in Ranchi: শুয়োর চরানো নিয়ে 2 পারিবারে বিবাদ, নৃশংস হত্যা 3 জনকে - Ranchi Murder Case

Triple murder in Ranchi: শুয়োর চরানো নিয়ে দুই পারিবারের মধ্যে বিবাদের জেরে নৃশংস ভাবে খুন করা হল তিন জনকে ৷ বিহারের রাঁচিতে ঘটেছে এই ঘটনা ৷

Triple Murder in Ranchi
রাঁচিতে খুন

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 8:02 PM IST

রাঁচি, 31 অগস্ট: শুয়োর চরানো নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে খুন হলেন তিন জন ৷ বৃহস্পতিবার রাঁচির ওরমানজি থানা এলাকায় নির্মম ভাবে হত্যা করা হয়েছে এক ব্যক্তি ও তাঁর দুই স্ত্রীকে ৷

ঘটনাটি ঘটেছে ওরমানঝির ঝাঁঝি টোলা গ্রামে । তিন জন খুন হওয়ার খবর নিশ্চিত করেছেন ওরমানজি থানার ইনচার্জ রাজীব কুমার সিং ৷ তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, এখনও পর্যন্ত তদন্তে যা কিছু সামনে এসেছে, সেই অনুযায়ী শুয়োর চরানো নিয়ে গ্রামের দুটি পরিবারের মধ্যে বিরোধ ছিল । তার জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে ।

নিহতদের পরিচয় জানিয়ে তিনি বলেন, খুন করা হয়েছে জানেশ্বর বেদিয়া (বয়স 42) ও তাঁর দুই স্ত্রী সরিতা দেবী (বয়স 39) এবং সঞ্জু দেবীকে (বয়স 25)। বিষয়টি জানাজানি হওয়ার পর এ দিন এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ সিলির ডিএসপি-সহ একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে টহল দিচ্ছেন ।

পুরো ঘটনাটি কী: গ্রামবাসীদের মতে, শুয়োর চরানো নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল গত এক সপ্তাহ ধরে । বিষয়টি নিয়ে গ্রামে পঞ্চায়েতও করা হয়েছিল ৷ কিন্তু কেউ পুলিশকে খবর দেয়নি । বৃহস্পতিবার বেলা 11টার দিকে হঠাৎ জনেশ্বরের বাড়িতে কান্নার শব্দ আসে । গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় জনেশ্বর ও তাঁর দুই স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখেন । তিনজনকেই এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে, তাদের অনেক অঙ্গ-প্রত্যঙ্গও কেটে ফেলা হয়েছে ।

আরও পড়ুন:বাংলাদেশি নাবালিকার ভুয়ো আধার-প্যান, আন্তর্জাতিক নারীপাচার চক্রে কী ভূমিকা মুস্তাকের ?

রাঁচির ডিআইজি অনুপ বিরথারে জানিয়েছেন, সামান্য বিবাদের জেরে তিনজনকে খুন করা হয়েছে । হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কারওকে ছাড় দেওয়া হবে না, তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে । সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গ্রামে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

ঘটনাস্থলে পৌঁছে গ্রামীণ ইনচার্জ এসপি হরীশ বিন জামা বলেছেন যে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পশুদের ফসল নষ্ট করা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল । এ নিয়ে আজ আবারও ঝগড়া হয় । সেই ঝগড়া থেকেই রক্তারক্তি কাণ্ড ঘটে ৷ এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের খোঁজ চলছে ।

ABOUT THE AUTHOR

...view details