পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ramoji Film City: পুজোর মুখে খুলছে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি, যাচ্ছেন তো ? - বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি

8 অক্টোবর থেকে খুলতে চলেছে রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ যাবতীয় করোনাবিধি মেনে খুলছে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি (World's Largest Film City)৷ পর্যটকদের জন্য থাকছে রকমারি বিনোদনের পসরা ৷

ramoji-film-city-worlds-largest-film-city-to-reopen-on-october-8
পুজোর মুখে খুলছে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি, যাচ্ছেন তো ?

By

Published : Sep 30, 2021, 8:25 PM IST

Updated : Sep 30, 2021, 9:09 PM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: উৎসবের মরসুমে পর্যটকদের জন্য সুখবর ৷ করোনাকালের দীর্ঘ বিরতির পর আবারও খুলতে চলেছে রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ যাবতীয় করোনা বিধি মেনে আগামী 8 অক্টোবর থেকে খুলে যাচ্ছে হায়দরাবাদে পর্যটকদের এই পছন্দের ডেস্টিনেশন ৷

2000 একরের উপর গড়ে ওঠা রামোজি রাওয়ের বিরল সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য ও সৃজনশীল বিনোদনের আধার ৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসেব বলছে, এটিই বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি (World's Largest Film City) ৷ প্রযুক্তি ও স্থাপত্য ক্ষেত্রে বিশেষজ্ঞদের হাতে তৈরি এই ফিল্মি শহর পর্যটকদের অন্যতম পীঠস্থান ৷

চলচ্চিত্রের স্থায়ী সেট

বিভিন্ন ফিল্মের পারফেক্ট ব্যাকড্রপ পেতে রামোজি ফিল্ম সিটির উপরই ভরসা রাখেন চিত্র নির্মাতারা ৷ তাঁরা মুভি তৈরির জন্য প্রয়োজনীয় যাবতীয় পরিকাঠামো ও পেশাদারি পরিষেবা এই একই জায়গায় পেয়ে যান ৷ যে কোনও সময়ে যে কোনও ছবির শুটিং-এর জন্য তৈরি রামোজি ফিল্ম সিটি ৷ এখানকার এই ফিল্মি আবহই প্রতি বছর এখানে টেনে আনে 15 লক্ষেরও বেশি পর্যটককে ৷ বড় পর্দায় দেখা সেটগুলি চাক্ষুস করার সুযোগ পেয়ে যায় আম আদমি ৷

এ ছাড়াও পর্যটকদের জন্য বিনোদনের আরও অনেক পসরা সাজিয়ে রেখেছে রামোজি ফিল্ম সিটি ৷ সেগুলির দিকে একনজর চোখ বুলিয়ে নেওয়া যাক ৷

ইউরেকা

ইউরেকা হল রাজকীয় মধ্যযুগীয় দুর্গের আদলে তৈরি বিশাল ভবন ৷ নাচ-গানের অনুষ্ঠান, শিশুদের জন্য খেলাধূলার আয়োজন, বিষয়ভিত্তিক রেস্তোরাঁ এবং থিম বাজারের মাধ্যমে অতিথিদের স্বাগত জানায় ইউরেকা ৷

আরও পড়ুন:Kolkata Metro : আগামী সোমবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা

ফান্ডুস্তান ও বোরাসুরা

পুজোর মুখে খুলছে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি

শিশু ও অল্পবয়সি ছেলেমেয়েদের অফুরন্ত এনার্জির কথা মাথায় রেখে বিশেষ ভাবে তৈরি হয়েছে ফান্ডুস্তান ৷ এই ফান জোনে একবার ঢুকে পড়লে আর বেরোতে চায় না শিশুরা ৷ এখানে রয়েছে নানা রকমের রাইড ও গেম ৷ আর বোরাসুরা যেন জাদুকরদের কর্মশালা ৷ বোরাসুরার ডার্ক এজে ভয়ের অভিজ্ঞতা ছোটদের মন জয় করে নেওয়ার জন্য যথেষ্ট ৷

রামোজি মুভি ম্যাজিক

ফিল্ম ও ফ্যান্টসির অনন্যতাকে তুলে ধরে রামোজি মুভি ম্যাজিক ৷ কীভাবে ফিল্ম তৈরি হয়, কীভাবে তাতে স্পেশাল এফেক্টস ব্যবহার করা হয়, এডিটিং হয়, ডাবিং হয় - তা পর্যটকদের বোঝানো হয় অ্যাকশনে ৷ মজাদার ফ্যান্টসির দুনিয়ায় নিয়ে যায় ফিল্মি দুনিয়া ৷ পৃথিবী ছেড়ে মহাকাশে ইতিউতি ঘুরে বেড়ানোর অনুভূতি দেয় রামোজি স্পেস ইয়াত্রা

ডেইলি লাইভ শো

রামোজি ফিল্ম সিটির আসল ম্যাজিক হল তার রকমারি লাইভ শো ৷ দেশের বাছাই করা শিল্পীদের চোখ ধাঁধানো পারফরম্যান্সে তুলে ধরা হয় স্পিরিট অফ রামোজি ৷ রামোজি ফিল্ম সিটির সিগনেচার শো হল ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শো, যেখানে 60-এর দশকের হলিউডের কাউবয় মুভির আবহ তুলে ধরা হয় ৷

এ ছাড়াও অ্যানিমেশন ও ব্যাকলাইট থিয়েটার প্রিন্সিপলসের ব্যবহার করে উল্লেখযোগ্য গল্পগুলি শিল্পীরা তুলে ধরেন ব্যাকলাইট শোতে ৷

আরও পড়ুন:Bhabanipur By-Poll : ভবানীপুরে জিতবেন মমতা, ভুলের মাশুল দেবে বিজেপি; বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায়

গাইডেড টুর

রামোজি ফিল্ম সিটির বিশেষ কোচে গাইড-সহ সফর করার সুযোগ পান দর্শকরা ৷ সারাদিন ধরে গোটা ফিল্মি শহরের একের পর এক ডালি উন্মোচিত হয় দর্শকদের সামনে ৷ ফিল্মের সেট, লোকেশন, ফুলে ফুলে ঢাকা অনবদ্য বাগান, ঝরনার রাজ্যে সফর করেন পর্যটকরা ৷

রয়েছে প্রজাপতিদের পার্ক ও অপূর্ব বনসাইয়ের বাগান ৷ পাখিদের পার্কের কিচিরমিচির নিয়ে যায় এক অন্য পৃথিবীতে ৷

উইংস - বার্ড পার্ক

সারা বিশ্বের পাখিদের মিছিল দেখা যায় পাখিদের পার্ক উইংসে ৷ তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করে রাখা আছে রামোজি ফিল্ম সিটিতে ৷ বার্ড পার্কে থাকে ওয়াটার বার্ড এরিনা, খাঁচাবন্দি পাখিদের এরিনা, ফ্রি-রেঞ্জার বার্ড জোন ও অস্ট্রিচ জোন ৷

সাহস - রামোজি অ্যাডভেঞ্চার ল্যান্ড

রামোজি ফিল্ম সিটিতে এশিয়ার অন্যতম অ্যাডভেঞ্চার ল্যান্ড হল সাহস ৷ এখানে নানা বয়সের পর্যটকদের জন্য নানা রোমাঞ্চকর অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে ৷ রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস ৷ পরিবার, স্কুল-কলেজের ছেলেমেয়েদের খুব পছন্দের জায়গা এই সাহস ৷

এখানে রয়েছে হাই রোপ কোর্স, নেট কোর্স, এটিভি রাইডস, মাউন্টেইন বাইক, পেইন্টবল, টার্গেট শুটিং, জরবিং ও বাঞ্জি ইজেকশন ৷ বিশেষজ্ঞদের তৈরি এই অ্যাক্টিভিটিগুলিতে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে ৷

আরও পড়ুন:Rujira Banerjee : দিল্লি হাইকোর্টে 12 অক্টোবর সশরীরে হাজিরা দেবেন রুজিরা, জানালেন আইনজীবী

হোটেল স্টে প্যাকেজ

রামোজি ফিল্ম সিটির পরিধি এতটাই যে একদিনে তার আনন্দ নিয়ে শেষ করা যায় না ৷ সে জন্যই সেখানে থাকার জন্য হোটেলের সুলভ প্যাকেজের ব্যবস্থা রয়েছে ৷ খরচও নাগালের মধ্যেই ৷ বিলাসবহুল হোটেল সিতারা, তারা, ফার্ম হাউস বসুন্ধরা ভিলা, স্বল্প খরচের শান্তিনিকেতন ও খুবই কম ভাড়ার ডরমিটরি সাহারা ও গ্রিনস ইনে রয়েছে থাকা ও খাওয়ার যাবতীয় পরিষেবা ৷

করোনা বিধি

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলছে রামোজি ফিল্ম সিটি ৷ সংক্রমণ যাতে ছড়িয়ে না-পড়ে, সে জন্য যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে ৷ মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ববিধি ৷ নিয়মিত সর্বত্র চলছে সংক্রমণমুক্ত করার কাজ ৷ কর্মী ও গাইডদের যথাযথ করোনাবিধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ যাবতীয় ব্যবস্থা পাকা করে পর্যটকদের অপেক্ষায় রয়েছে রামোজি ফিল্ম সিটি ৷

Last Updated : Sep 30, 2021, 9:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details