পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Womens Day 2023: নারী দিবস উদযাপনে রামোজি ফিল্ম সিটি, থাকছে মহিলাদের জন্য বিশেষ অফার - ওমেন্স ডে স্পেশাল অফার রামোজি ফিল্ম সিটিতে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুরো মার্চ মাস জুড়ে মহিলাদের জন্য বিশেষ অফার আনছে রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City)৷ কী থাকছে এই অফারে ?

ETV Bharat
রামোজি ফিল্ম সিটিতে নারী দিবস উদযাপন

By

Published : Feb 28, 2023, 10:39 PM IST

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: আগামী 8 মার্চ বুধবার বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস ৷ এই নারী দিবস উপলক্ষে বিশ্বের বৃহত্তম রামোজি ফিল্ম সিটি নিয়ে এসেছে মহিলাদের জন্য এক বিশেষ অফার (Womens Day Special Offer in Ramoji Film City)৷ তাই এই দিনটিকে জমিয়ে উপভোগ করতে মহিলারা চলে আসুন এই বিশেষ অফারের সুবিধা নিতে ৷

রামোজি মুভি ম্যাজিক

নারী দিবসের জন্য 1 থেকে 31 মার্চ অর্থাৎ গোটা মাস জুড়েই কেবলমাত্র মহিলাদের জন্য থাকছে বিশেষ অফারের সুযোগ ৷ এই বিশেষ অফারে এক মহিলা অতিথি বিনামূল্যে অন্য মহিলা বা মেয়েকে সঙ্গে আনতে পারবেন ৷ মানে এক মহিলার টিকিটের সঙ্গে আরেকটি মহিলার টিকিট ফ্রি ৷

রামোজিতে ফিল্মি দুনিয়া

এই বিষয়ে রামোজি ফিল্ম সিটির মুখপাত্র বলেন, "এই ফিল্ম সিটিতে এলে নিজেকে খুঁজে পাবেন সকলে ৷ এখানে রয়েছে স্টুডিও ট্যুর, দুর্দান্ত ফিল্মি সেট, অ্যাকশন মুভি শুটিং, থিম্যাটিক বাগান ও ঝরনার মাঝে থেকে খুব ভালো সময় উপভোগ করতে পারবেন ৷ এছাড়াও আমাদের অতিথিরা মনোমুগ্ধকর বার্ড পার্ক, প্রজাপতি পার্ক, বনসাই বাগান, বৌদ্ধ গুহা পরিদর্শন করতে পারবেন ৷ এত জায়গা ঘোরার মাঝে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে বিশ্রামেরও ব্যবস্থা রয়েছে ৷ আর যদি দুঃসাহসিক অভিযান করতে চান তাতেও ফিল্ম সিটি আপনাকে নিরাশ করবে না ৷ তার জন্যও রয়েছে 'সাহস' নামের একটি আলাদা অ্যাডভেঞ্চার বিভাগ ৷"

ফিল্ম সিটিতে নাচের মুহূর্ত

তবে শুধু দর্শকদের জন্যই নয়, রামোজি ফিল্ম সিটি হল চলচ্চিত্র নির্মাতাদের স্বর্গ ৷ 2 হাজার একর জুড়ে বিস্তৃত এই পুরো এলাকা আপনার মনোরঞ্জনের জন্য প্রস্তুত ৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি হিসেবে স্বীকৃত এই জায়গায় প্রায় 200 ফিল্ম ইউনিট প্রতি বছর তাদের সেলুলয়েডের স্বপ্ন বাস্তবায়নের জন্য আসে ৷ প্রায় সমস্ত ভাষার আড়াই হাজারেরও বেশি ছবির শুটিং এখানে হয়েছে ৷

অ্যাকশন শো-তে

সুতরাং, আপনি যদি মহিলা হন এবং আপনার সহকর্মী বা বন্ধুদের সঙ্গে এই নারী দিবসে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনার তালিকায় রামোজি ফিল্ম সিটি অবশ্যই রাখা উচিত ৷ তবে মনে রাখবেন আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ অফারটি কেবল মহিলাদের জন্য বরাদ্দ ৷ শুধুমাত্র অনলাইন ও অগ্রিম বুকিং করলেই মহিলারা এই সুবিধাটি পাবেন ৷ আরও বিশদে জানতে চাইলে লগ ইন করুন www.ramojifilmcity.com অথবা ফোন করতে পারেন 1800 120 2999 নম্বরে ৷

রামোজি ফিল্ম সিটিতে মহাভারতের সেট

আরও পড়ুন : রামোজি ফিল্ম সিটিতে উইন্টার ফেস্ট, 29 জানুয়ারি পর্যন্ত বিশেষ উদযাপন

ABOUT THE AUTHOR

...view details