হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: আগামী 8 মার্চ বুধবার বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস ৷ এই নারী দিবস উপলক্ষে বিশ্বের বৃহত্তম রামোজি ফিল্ম সিটি নিয়ে এসেছে মহিলাদের জন্য এক বিশেষ অফার (Womens Day Special Offer in Ramoji Film City)৷ তাই এই দিনটিকে জমিয়ে উপভোগ করতে মহিলারা চলে আসুন এই বিশেষ অফারের সুবিধা নিতে ৷
নারী দিবসের জন্য 1 থেকে 31 মার্চ অর্থাৎ গোটা মাস জুড়েই কেবলমাত্র মহিলাদের জন্য থাকছে বিশেষ অফারের সুযোগ ৷ এই বিশেষ অফারে এক মহিলা অতিথি বিনামূল্যে অন্য মহিলা বা মেয়েকে সঙ্গে আনতে পারবেন ৷ মানে এক মহিলার টিকিটের সঙ্গে আরেকটি মহিলার টিকিট ফ্রি ৷
এই বিষয়ে রামোজি ফিল্ম সিটির মুখপাত্র বলেন, "এই ফিল্ম সিটিতে এলে নিজেকে খুঁজে পাবেন সকলে ৷ এখানে রয়েছে স্টুডিও ট্যুর, দুর্দান্ত ফিল্মি সেট, অ্যাকশন মুভি শুটিং, থিম্যাটিক বাগান ও ঝরনার মাঝে থেকে খুব ভালো সময় উপভোগ করতে পারবেন ৷ এছাড়াও আমাদের অতিথিরা মনোমুগ্ধকর বার্ড পার্ক, প্রজাপতি পার্ক, বনসাই বাগান, বৌদ্ধ গুহা পরিদর্শন করতে পারবেন ৷ এত জায়গা ঘোরার মাঝে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে বিশ্রামেরও ব্যবস্থা রয়েছে ৷ আর যদি দুঃসাহসিক অভিযান করতে চান তাতেও ফিল্ম সিটি আপনাকে নিরাশ করবে না ৷ তার জন্যও রয়েছে 'সাহস' নামের একটি আলাদা অ্যাডভেঞ্চার বিভাগ ৷"