হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর :পর্যটকদের পছন্দের ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ রামোজি গ্রুপের এই প্রতিষ্ঠানের মুকুটে এ বার জুড়ল নয়া পালক ৷ 'বেস্ট সিভিক ম্যানেজমেন্ট অফ আ টুরিস্ট ডেস্টিনেশন' (Best Civic Management of a Tourist Destination) বিভাগে চলতি বছরের তেলাঙ্গানা রাজ্য পর্যটন পুরস্কার (Telangana State Tourism Award) জিতে নিয়েছে রামোজি ফিল্ম সিটি ৷
শনিবার পর্যটনে শ্রেষ্ঠত্বের বিচারে 16টি বিভাগে পুরস্কার ঘোষণা করেন তেলাঙ্গানার পর্যটন, ক্রীড়া ও শুল্ক দফতরের মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড় (V Srinivas)৷ আগামী সোমবার বিশ্ব পর্যটন দিবসে (World Tourism Day) বেগমপেটের প্লাজা হোটেলে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ৷
আরও পড়ুন:Mann Ki baat : আজ 'বিশ্ব নদী দিবস'-এ দেশজুড়ে নদী উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
পাঁচ তারা হোটেল ডিলাক্স ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে ওয়েস্টিন হোটেল ৷ আর পাঁচ তারা হোটেলের বিভাগের পুরস্কার গিয়েছে বাঞ্জারা হিলসের পার্ক হায়াতের ঝুলিতে ৷