বেঙ্গালুরু, 18 নভেম্বর: নতুন পালক জুড়ল রামোজি ফিল্ম সিটি'র মুকুটে । বেঙ্গালুরুতে 'দক্ষিণ ভারতে আতিথেয়তায় সেরা অবদান'-এর জন্য 'সিহারা পুরস্কার' পেল বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটি (Ramoji Film City bags SIHRA award) । কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সিহারা বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গালুরুর সাংগ্রি লা হোটেলে পুরস্কারটি প্রদান করেন । রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বিজয়েশ্বরী এই পুরস্কার গ্রহণ করেন (Ramoji Film City Awarded) ।
দক্ষিণ ভারতে পর্যটনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ফিল্ম সিটি । শুধু ভিনরাজ্যের অধিবাসীরাই নন, ফিল্ম সিটি দেখতে প্রতিদিন ভিড় জমান ভিনদেশের নাগরিকরাও । পুরনো ফিল্মের সেট দেখে যেমন নস্ট্যালজিয়ায় ভাসেন প্রবীণরা, তেমনি জয় রাইডে চড়ে আনন্দে উদ্বেল হয় কচিকাঁচারাও । দেশের অর্থনীতিতেও অন্যতম ভূমিকা রয়েছে বিশ্বের এই বৃহত্তম ফিল্ম সিটির ।