পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ramoji Film City: দক্ষিণ ভারতে আতিথেওতায় সেরা রামোজি, সিহারা পুরস্কার এল ফিল্ম সিটি'র ঝুলিতে - RFC

দক্ষিণ ভারতে পর্যটনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ফিল্ম সিটি । শুধু ভিনরাজ্যের অধিবাসীরাই নন, ফিল্ম সিটি দেখতে প্রতিদিন ভিড় জমান ভিনদেশের নাগরিকরাও (Ramoji Film City bags SIHRA award) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 18, 2022, 10:01 PM IST

Updated : Nov 18, 2022, 10:54 PM IST

বেঙ্গালুরু, 18 নভেম্বর: নতুন পালক জুড়ল রামোজি ফিল্ম সিটি'র মুকুটে । বেঙ্গালুরুতে 'দক্ষিণ ভারতে আতিথেয়তায় সেরা অবদান'-এর জন্য 'সিহারা পুরস্কার' পেল বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটি (Ramoji Film City bags SIHRA award) । কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সিহারা বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গালুরুর সাংগ্রি লা হোটেলে পুরস্কারটি প্রদান করেন । রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বিজয়েশ্বরী এই পুরস্কার গ্রহণ করেন (Ramoji Film City Awarded) ।

দক্ষিণ ভারতে পর্যটনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ফিল্ম সিটি । শুধু ভিনরাজ্যের অধিবাসীরাই নন, ফিল্ম সিটি দেখতে প্রতিদিন ভিড় জমান ভিনদেশের নাগরিকরাও । পুরনো ফিল্মের সেট দেখে যেমন নস্ট্যালজিয়ায় ভাসেন প্রবীণরা, তেমনি জয় রাইডে চড়ে আনন্দে উদ্বেল হয় কচিকাঁচারাও । দেশের অর্থনীতিতেও অন্যতম ভূমিকা রয়েছে বিশ্বের এই বৃহত্তম ফিল্ম সিটির ।

সিহারা পুরস্কার এল ফিল্ম সিটি'র ঝুলিতে

আরও পড়ুন: মার্গদর্শী চিটফান্ডের ছ'দশক পার, নতুন উচ্চতা ছুঁতে বদ্ধপরিকর রামোজি রাও

রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বিজয়েশ্বরী বলেন, "রামোজি ফিল্ম সিটির পক্ষ থেকে এই পুরস্কার পাওয়া আমার জন্য সত্যিই সম্মানের । 20 বছর আগে, যখন আমাদের চেয়ারম্যান রামোজি রাও বলেছিলেন যে কীভাবে একটি ফিল্ম সিটি তৈরি করবেন যা তারকা, প্রোডাকশন হাউস, পর্যটক এবং কর্পোরেটদের জন্য একইভাবে ভ্রমণ এবং রোমাঞ্চের গন্তব্য হবে, তখন অনেকের কাছে এটি একটি অসম্ভব স্বপ্ন বলে মনে হয়েছিল । কিন্তু আজ, আমরা বিশ্বাস করি যে আমরা তাঁর স্বপ্ন পূরণ করেছি । সিহারা পুরস্কারটি আমাদের মনে করিয়ে দিল আরও দূর যেতে হবে ।"

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নাটকের পর্যটনমন্ত্রী আনন্দ সিং, তামিলনাড়ুর পর্যটন মন্ত্রী ডাঃ ম্যাথিভেন্থন, সিহারার প্রেসিডেন্ট শ্যাম রাজু এবং অন্যান্যরা ।

Last Updated : Nov 18, 2022, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details