হায়দরাবাদ, 3 জুলাই: হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির মুকুটে যুক্ত হল নতুন পালক ৷ তেলেঙ্গানার প্রথমসারির বণিকসভা ফেডেরেশন অফ তেলেঙ্গানা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফটিসিসিআই) এর তরফে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে এই ফিল্ম সিটিকে ৷ পর্যটন উদ্যোগের ক্ষেত্রে বণিকসভার এই বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে রামোজি ফিল্ম সিটি ৷
সোমবার হায়দরাবাদে এই বণিকসভা আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পর্যটন ক্ষেত্রের জন্য এই বিশেষ এক্সেলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর সিএইচ. বিজয়েশ্বরীর হাতে ৷ তেলেঙ্গানার বাণিজ্য ও তথ্য প্রযুক্তি মন্ত্রী টি রামা রাও এই পুরস্কার তাঁর হাতে তুলে দেন ৷ স্থানী পর্যটন উদ্যোগ ও নিত্যনতুন অভিনবত্বের সঙ্গে এগিয়ে চলার যে পরিকল্পনা এই ফিল্ম সিটির কর্তৃপক্ষ নিয়েছে এবং রামোজি ফিল্ম সিটির যে দীর্ঘ বর্ণময় যাত্রা তাকেই এই সম্মান দ্বারা স্বীকৃতি জানানো হয় এদিন ৷ উল্লেখ্য, দেশের বিভিন্ন আঞ্চলিক বণিকসভাগুলির মধ্যে এফটিসিসিআই অন্যতম ৷ 106 বছর আগে যাত্রা শুরু করে এই বণিকসভা ৷
বিভিন্ন ক্ষেত্রের কর্পোরেট সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্পদ্যোগীদের এই বিশেষ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করে থাকে এফটিসিসিআই ৷ এবছর 22টি বিভাগে 150টি নাম বাছা হয়েছিল ৷ তাদের মধ্যেই পর্যটন ক্ষেত্রে এই বিশেষ সম্মান পেয়েছে বিশ্বের বৃহত্তম এই ফিল্ম সিটি ৷ এছাড়াও এবছর স্টার্ট আপ সংস্থার জন্যও একটি অতিরিক্ত বিভাগ ছিল ৷