নয়াদিল্লি, 11 জুন : মাস্ক পরে চিকিৎসকদের 'পৃথিবীতে ঈশ্বরের দূত' বলে অভিহিত করলেন স্বয়ং রামদেব ৷ এবার তিনি কোভিড-19 ভ্যাকসিনও নেবেন ৷ বৃহস্পতিবার নিজেই জানালেন এ কথা ৷ এর আগে তিনি জানিয়েছিলেন তাঁর কোভিড-19 ভ্যাকসিনের দরকার নেই, দাবি করেছিলেন আয়ুর্বেদ আর যোগাই যথেষ্ট তাঁর জন্য ৷ এমনকি দেশের অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি আর চিকিৎসকদের বিরুদ্ধে একের পর এক মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল তাঁকে ঘিরে ৷ দেশের চিকিৎসক সংগঠন তাঁকে আইনি নোটিস পাঠায়, তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করে ৷ 9 জুন ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশন (আইএমএ) আইসিএমআর-এর কাছে রামদেবের কড়া সমালোচনা করে একটি চিঠি লিখে জানায় যে, "আধুনিক চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে অনর্থকহীন এবং সংস্কারগ্রস্ত মন্তব্য করে চলেছেন রামদেব ৷"
আরও পড়ুন : রামদেবের নামে সমন ইস্যু করল দিল্লি হাইকোর্ট