হরিদ্বার, 27 জানুয়ারি: খুব শিগগিরি পাকিস্তান চার টুকরো হয়ে যাবে ৷ বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসে এমন বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করলেন যোগাগুরু বাবা রামদেব ৷ শুধু তাই নয়, তাঁর মনে হয় পাকিস্তান কাশ্মীর অধিগ্রহণ (Pakistan Occupied Kashmir, PoK) করতে পারবে না ৷ এবং বালোচিস্তান, পঞ্জাব এবং সিন্ধ ভারতের সঙ্গে মিশে যাবে ৷ 26 জানুয়ারি ভারতের 74তম সাধারণতন্ত্র দিবস ছিল ৷ উত্তরাখণ্ডের হরিদ্বারে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের শুভেচ্ছা জানান ৷ যোগগুরু বাসিন্দাদের কাছে আর্জি জানান, স্বাস্থ্য বিষয়ে তাঁরা সচেতন হওয়ার প্রতিজ্ঞা করুন ৷ একটা সমৃদ্ধ, উন্নয়নশীল দেশ গড়ে তুলুন (Yoga guru Ramdev Pakistan Comment) ৷
সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বালোচিস্তান, পাক অধিগৃহীত কাশ্মীর এবং পঞ্জাব আলাদা রাষ্ট্র হয়ে যাবে ৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে ভারতের সঙ্গে জুড়বে ৷ তারপর বালোচিস্তান নিজেই ভারতের অধীন হতে চাইবে ৷ কারণ ভারতের সংস্কৃতির সঙ্গে পঞ্জাব, সিন্ধের মিল আছে ৷ সেই সময় খুব তাড়াতাড়ি আসছে, যখন পাকিস্তান চারটি টুকরো হয়ে যাবে ৷ পঞ্জাব, সিন্ধ প্রদেশও ভারতের মধ্যে চলে আসবে ৷ বালোচিস্তানও এবং ভারত একটা সুপারপাওয়ার হয়ে উঠবে ৷ আগামী দিন এটাই চাইছে এবং এটা হবে ৷"
আরও পড়ুন: হরিদ্বারে বিদ্বেষমূলক মন্তব্য মামলায় গ্রেফতার যতি নরসিংহানন্দ গিরি