উত্তরপ্রদেশ, 16 অক্টোবর: এর আগে একাধিক বিস্ফোরক মন্তব্যে বারংবার শিরোনামে উঠে এসেছেন বাবা রামদেব (Yoga Guru Baba Ramdev) ৷ এবার বলিউডের শীর্ষ অভিনেতাদের দিকে অভিযোগের তির ছুড়ে বিস্ফোরক যোগ গুরু ৷ তিনি অভিযোগ করেছেন, মুম্বইয়ের বিভিন্ন শীর্ষস্থানীয় অভিনেতা যারা বলিউড দাপিয়ে বেড়াচ্ছে, তারা সকলে মাদক সেবন করেন (Bollywood actors consume drugs) । আর তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video) ।
বাবা রামদেব শনিবার মোরাদাবাদে আর্যবীর ও বীরাঙ্গনা সম্মেলনে অংশ নেন ৷ তিনি সেখানে বক্তৃতা দিয়ে গিয়ে বলেন, "সলমন খান (Salman Khan) মাদক নেন ৷ আমি আমির খানের (Amir Khan) কথা জানি না । শাহরুখ খানের (Shah Rukh Khan) সন্তান মাদক গ্রহণ করতে গিয়ে ধরা পড়ে এবং জেলে গিয়েছেন । আর অভিনেত্রীদের মাদক নেওয়ায় ব্যাপারে একমাত্র ঈশ্বর জানেন ।"