পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এবার মাদ্রাসাতেও পড়ানো হবে গীতা-রামায়ণ - Ramayan

এবার মাদ্রাসাতেও পড়ানো হবে গীতা, রামায়ণ ৷ নয়া জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং স্কুলিং বা এনআইওএস ৷ ভারতীয় প্রাচীন ভাষা পড়ানোর পাঠক্রমেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আপাতত 100টি মাদ্রাসায় গীতা-রামায়ন পড়ানোর কাজ শুরু হতে চলেছে ৷

এবার মাদ্রাসাতেও পড়ানো হবে গীতা-রামায়ণ
এবার মাদ্রাসাতেও পড়ানো হবে গীতা-রামায়ণ

By

Published : Mar 3, 2021, 9:37 PM IST

নয়ডা, 3 ফেব্রুয়ারি : এবার মাদ্রাসাতেও পড়ানো হবে গীতা, রামায়ণ ৷ নয়া জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং স্কুলিং বা এনআইওএস ৷ ভারতীয় প্রাচীন ভাষা পড়ানোর পাঠক্রমেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আপাতত 100টি মাদ্রাসায় গীতা-রামায়ণ পড়ানোর কাজ শুরু হতে চলেছে ৷

এই ওপেনিং স্কুলিং হল শিক্ষামন্ত্রকের অধীনে একটি সায়ত্তশাসিত সংস্থা ৷ তারা প্রাথমিক ভাবে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে প্রাথমিক কোর্স করানো হচ্ছে ৷ এই সংস্থার চেয়ারম্যান সরোজ শর্মা বলেন, ‘‘আপাতত 100টি মাদ্রাসাতে শুরু করছি আমরা এবং ভবিষ্যতে এই কর্মসূচি 500টিতে বৃদ্ধি করা হবে ৷’’

এনআইওএস এখন মোট 15টি শিক্ষাক্রম তৈরি করছে ‘ভারতীয় জ্ঞান পরম্পরা’র অধীনে আনা হচ্ছে ৷ এর মধ্যে রয়েছে বেদ, যোগী, বিজ্ঞান, বৃত্তিমূলক শিক্ষা, সংস্কৃত, রামায়ণের বর্ণনা, ভাগবত গীতার শিক্ষা এবং পানিনির মহেশ্বরা সূত্র সহ আরও অনেক কিছু ৷

মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এনআইওএস-এর স্টাডি মেটিরিয়াল প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, ‘‘ভারত প্রাচীন ভাষা, বিজ্ঞান, কলা ও সংস্কৃতির শক্তিশালী কেন্দ্র ৷ ভারতকে তার প্রাচীন ঐতিহ্যকে তুলে আনতে হবে ৷ আমরা এর সুফল মাদ্রাসা এবং বিশ্বের ভারতীয় সম্প্রদায়ের কাছে ছড়িয়ে দিতে চাই ৷’’

এই ওপেনিং স্কুলিং দু’টি জাতীয় বোর্ডের মধ্যে অন্যতম একটি সংস্থা ৷ তারা ওপেন ও ডিস্টেন্স এডুকেশন করায়৷ তাদের নির্দেশ মেনে চলে জাতীয় ও রাজ্যের বোর্ডগুলি ৷

আরও পড়ুন :ভারতের বন্দরগুলিতে গোলমালের লক্ষ্যে এখনও সক্রিয় চিনা হ্যাকাররা, রিপোর্ট মার্কিন সংস্থার

উল্লেখ্য, এই নিয়ে হইচই শুরু হতে বাধ্য৷ কারণ, বরাবর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে শিক্ষায় গৈরিকীকরণ করার অভিযোগ ওঠে ৷ বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সরকারের সময়কালে শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ উঠেছিল ৷ এবারও মোদি সরকারের আমলে নতুন শিক্ষানীতি তৈরি নিয়েও একাধিক অভিযোগ উঠেছে ৷ ফলে নতুন এই সিদ্ধান্ত ঘিরে কী হয়, এখন সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details