পটনা, 17 মার্চ:ফের একবার বিতর্কিত মন্তব্য় করে শিরোনামে উঠে এলেন বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী জিতনরাম মাঝি ৷ রামায়ণে রামচন্দ্রকে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে, অন্য়দিকে গুণ থাকা সত্বেও রাবণকে খাটো করা হয়েছে বলে মনে করেন বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ৷ মাঝির এই বক্তব্যের জেরে বিরোধী মহাজোট বিপদে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল। যার জেরে জোটের অন্দরেই চরম সমালোচিত মাঝি ৷
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি (Jitan Ram Manjhi) বলেন, "রাম এবং রাবণ উভয়ই কাল্পনিক ৷ তবে কল্পকাহিনীতেও রাবণকে, রামের চেয়ে নিকৃষ্ট দেখানো হয়েছে ৷" পাশাপাশি মাঝির দাবি, রাবণ অনেক বেশি পণ্ডিত ছিলেন রামের তুলনায় ৷ এরপরই আক্ষেপের সুরে তাঁর সংযোজন, "তবুও সবক্ষেত্রে রামকে মহিমান্বিত করা হয়েছে। রামকে এক অতিলৌকিক মর্যাদা দেওয়া হয়েছে ৷"
জিতনরাম মাঝির দাবি, তুলসীদাস গোস্বামীর রামায়ণে অনেক ভুল আছে। বাল্মীকি রামায়ণ (Balmiki Ramayana) অনুযায়ী রামের পুজোর কোনও প্রচলন ছিল না ৷ তুলসীদাস রামায়ণ (Tulsidas Ramayan) পুজো হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "ওই রামায়ণে অনেক ভুল আছে। এটা অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। আজকাল বিশ্বাসের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করার কাজ চলছে।"
এই মুহূর্তে বিরোধী মহাজোটের অন্য়তম শরিক জিতনরাম মাঝির দল হিন্দুস্থানি আওয়াম মোর্চা ৷ এই বক্তব্য হিন্দুদের ভাবাবেগে এবং অনুভূতিতে আঘাত করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যার জেরে জোটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করছেন অনেকে ৷ তবে মাঝির এই ধরণের বক্তব্য নতুন নয় ৷ এর আগেও তিনি প্রায়শই এ জাতীয় বক্তব্য রেখেছেন ৷ তাঁর বক্তব্যের ধারাবাহিক সমালোচনাও হয়েছে। যখন সব রাজনৈতিক দল সামনের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং মহাজোট ক্রমাগত বিজেপিকে হারানোর করার কথা বলছে, তখন ভগবান রাম সম্পর্কে মহাজোটের একজন নেতার এই বক্তব্য আদতে জোটের ভাবমূর্তি ক্ষতি করছে বলে মনে করছেন খোদ জোটের নেতারাই ৷
অন্যদিকে নীতিশ কুমার আগেই বলে দিয়েছেন মাঝি জোট ছাড়বেন না। তিনি জোটের সঙ্গেই থাকবেন। ফের একবার বিতর্কিত মন্তব্য় করে শিরোনামে উঠে এলেন বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী জিতনরাম মাঝি ৷ রামায়ণে রামচন্দ্রকে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে, অন্য়দিকে গুণ থাকা সত্বেও রাবণকে খাটো করা হয়েছে বলে মনে করেন বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ৷ মাঝির এই বক্তব্যের জেরে বিরোধী মহাজোট বিপদে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল।
আরও পড়ুন:রাহুলের মন্তব্য ইস্যুতে উত্তপ্ত সংসদ মুলতুবি হল সোমবার পর্যন্ত
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি বলেন, "রাম এবং রাবণ উভয়ই কাল্পনিক ৷ তবে কল্পকাহিনীতেও রাবণকে, রামের চেয়ে নিকৃষ্ট দেখানো হয়েছে ৷" পাশাপাশি মাঝির দাবি, রাবণ (Ravan) অনেক বেশি পণ্ডিত ছিলেন রামের তুলনায় ৷ এরপরই আক্ষেপের সুরে তাঁর সংযোজন, "তবুও সবক্ষেত্রে রামকে মহিমান্বিত করা হয়েছে। রামকে এক অতিলৌকিক মর্যাদা দেওয়া হয়েছে ৷"
জিতনরাম মাঝির দাবি, তুলসীদাস গোস্বামীর রামায়ণে অনেক ভুল আছে। বাল্মীকি রামায়ণ অনুযায়ী রামের পুজোর কোনও প্রচলন ছিল না ৷ তুলসীদাস রামায়ণ পুজো হয়, মনুবদিরা এই ব্যবস্থা করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "ওই রামায়ণে অনেক ভুল আছে। এটা অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। আজকাল বিশ্বাসের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করার কাজ চলছে।"
এই মুহূর্তে বিরোধী মহাজোটের অন্য়তম শরিক জিতন রাম মাঝির দল হিন্দুস্থানি আওয়াম মোর্চা (Hindustani Awam Morcha) ৷ এই বক্তব্য হিন্দুদের (Hindu) ভাবাবেগে এবং অনুভূতিতে আঘাত করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যার জেরে জোটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করছেন অনেকে ৷ তবে মাঝির এই ধরণের বক্তব্য নতুন নয় ৷ এর আগেও তিনি প্রায়শই এ জাতীয় বক্তব্য রেখেছেন ৷ তাঁর বক্তব্যের ধারাবাহিক সমালোচনাও হয়েছে। যখন সব রাজনৈতিক দল সামনের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং মহাজোট ক্রমাগত বিজেপিকে হারানোর করার কথা বলছে, তখন ভগবান রাম সম্পর্কে মহাজোটের একজন নেতার এই বক্তব্য আদতে জোটের ভাবমূর্তি ক্ষতি করছে বলে মনে করছেন খোদ জোটের নেতারাই ৷ অন্যদিকে নীতিশ কুমার আগেই বলে দিয়েছেন মাঝি জোট ছাড়বেন না। তিনি জোটের সঙ্গেই থাকবেন।