পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অতীতে তিন দফায় সামলেছেন মুখ্যমন্ত্রীর পদ, ছত্তিশগড়ে বিজেপির জয়ের কাণ্ডারি সেই রমন সিং

Raman Singh: এবারের বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে বিজেপির বড় জয়ের নেপথ্যে রয়েছেন রমন সিং ৷ জনপ্রিয় এই নেতা রয়েছেন মুখ্যমন্ত্রিত্বের দৌঁড়েও ৷

ETv Bharat
রমন সিং

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 10:44 PM IST

Updated : Dec 3, 2023, 11:01 PM IST

রায়পুর, 3 ডিসেম্বর: ক্ষমতাসীন কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে এবারের বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে বড় জয় পেয়েছে বিজেপি ৷ হিন্দি বলয়ের এই রাজ্যে পদ্ম শিবিরের এই বিপুল জয়ের নেপথ্যে রয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং ৷ সাধারণত প্রচারের লাইমলাইটের বাইরে থাকা বিজেপির এই নেতাই ছত্তিশগড়ে কংগ্রেসকে ক্ষমতা থেকে আছড়ে ফেলার অন্যতম রূপকার বলা যায় ৷

1952 সালের 15 অক্টোবর জন্ম রমন সিংয়ের ৷ 3 দফায় সামলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর পদ ৷ এবারও মুখ্যমন্ত্রী পদে বিজেপির অন্তর থেকেই জোড়ালোভাবে তাঁর নাম উঠে আসছে ৷ মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হওয়ার আগে 1990 ও 1993 সালে তিনি মধ্যপ্রদেশ থেকে বিধায়কও নির্বাচিত হন ৷

এবারের বিধানসভা নির্বাচনে রাজনন্দগাঁও বিধানসভা কেন্দ্র থেকে 45 হাজার 84 ভোটের ব্যবধানে জিতেছেন রমন সিং ৷ ছত্তিশগড়ে রমন সিং একজন জননেতা হিসেবেই পরিচিত ৷ দীর্ঘ বহু বছর মুখ্যমন্ত্রী পদে থাকার সুবাদে তাঁর প্রশাসনিক দক্ষতাও প্রশ্নাতীত ৷ মাওবাদী প্রভাবিত ছত্তিশগড়ে এবারের নির্বাচনে প্রথম থেকে বিজেপির প্রচারকে নেতৃত্ব দিয়েছেন রমন সিং ৷ প্রথম থেকেই তিনি বিজেপির জয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন ৷ রাজ্যে ঘুরে ঘুরে তিনি দলীয় প্রার্থীদের জন্য প্রচার চালিয়েছেন ৷

1999 সালে তিনি প্রথমবার লোকসভার সদস্য নির্বাচিত হন ৷ 1999 সালের 13 অক্টোবর থেকে 29 জানুয়ারি 2003 সাল পর্যন্ত তিনি অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় সামলেছেন শিল্প ও বাণিজ্য দফতরে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ৷ এরপর তিনি ছত্তিশগড়ের রাজ্য রাজনীতিতে প্রবেশ করেন ৷ এই রাজ্য থেকে 2004, 2008 ও 2013 সালে তিনি বিধায়ক নির্বাচিত হন ৷ হন রাজ্যের মুখ্যমন্ত্রীও ৷ 2018 সালে বিজেপি হারলেও জয় পেয়েছিলেন রমন ৷ 2023 সালেও তাঁর জয়ের ব্যবধান 45 হাজারের বেশি ৷

রাজনীতিতে মৃদুভাষী বলেই পরিচিত রমন সিং ৷ একই সঙ্গে বিভিন্ন সময়ে সাংসদ ও বিধায়ক পদে তাঁর টানা জয়ের পরিসংখ্যানও যথেষ্ট ঈর্শ্বনীয় ৷ এবার বিজেপি শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী পদে তারা এই জনপ্রিয় নেতাকেই ফেরাবে নাকি নতুন কোনও মুখ আনবে ৷ তবে এদিন জয়ের পর সোশাল মিডিয়ায় যে বার্তা দিয়েছে রমন সিং তাতে তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও প্রতিশ্রুতির উপরেই ভরসা রেখেছেন ৷

আরও পড়ুন:

  1. 'মোদি মানেই গ্যারান্টি', বার্তা খোদ প্রধানমন্ত্রীর
  2. তিন রাজ্যে গেরুয়া ঝড়কে জনতার মনোভাবের সঙ্গে জুড়লেন মোদি, মনে করালেন উন্নয়নের কথা
  3. মধ্যপ্রদেশ-রাজস্থানে 'ল্যান্ডস্লাইড', ছত্তিশগড়ে ফের পদ্ম ফুটিয়ে সন্ধেয় কর্মীদের বার্তা মোদির!
Last Updated : Dec 3, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details