রায়পুর, 3 ডিসেম্বর: ক্ষমতাসীন কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে এবারের বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে বড় জয় পেয়েছে বিজেপি ৷ হিন্দি বলয়ের এই রাজ্যে পদ্ম শিবিরের এই বিপুল জয়ের নেপথ্যে রয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং ৷ সাধারণত প্রচারের লাইমলাইটের বাইরে থাকা বিজেপির এই নেতাই ছত্তিশগড়ে কংগ্রেসকে ক্ষমতা থেকে আছড়ে ফেলার অন্যতম রূপকার বলা যায় ৷
1952 সালের 15 অক্টোবর জন্ম রমন সিংয়ের ৷ 3 দফায় সামলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর পদ ৷ এবারও মুখ্যমন্ত্রী পদে বিজেপির অন্তর থেকেই জোড়ালোভাবে তাঁর নাম উঠে আসছে ৷ মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হওয়ার আগে 1990 ও 1993 সালে তিনি মধ্যপ্রদেশ থেকে বিধায়কও নির্বাচিত হন ৷
এবারের বিধানসভা নির্বাচনে রাজনন্দগাঁও বিধানসভা কেন্দ্র থেকে 45 হাজার 84 ভোটের ব্যবধানে জিতেছেন রমন সিং ৷ ছত্তিশগড়ে রমন সিং একজন জননেতা হিসেবেই পরিচিত ৷ দীর্ঘ বহু বছর মুখ্যমন্ত্রী পদে থাকার সুবাদে তাঁর প্রশাসনিক দক্ষতাও প্রশ্নাতীত ৷ মাওবাদী প্রভাবিত ছত্তিশগড়ে এবারের নির্বাচনে প্রথম থেকে বিজেপির প্রচারকে নেতৃত্ব দিয়েছেন রমন সিং ৷ প্রথম থেকেই তিনি বিজেপির জয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন ৷ রাজ্যে ঘুরে ঘুরে তিনি দলীয় প্রার্থীদের জন্য প্রচার চালিয়েছেন ৷