পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on Ram Temple: 'রাম মন্দির নির্মাণ আমাদের ধৈর্যের জয়', বললেন মোদি - vijaya dashami

মঙ্গলবার দশেরা উপলক্ষে দিল্লিতে দ্বারকার শ্রী রামলীলা সোসাইটি আযোজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি রাম মন্দির নির্মাণকে ভারতীয়দের ধৈর্যের জয় বলে ব্যাখ্যা করেন ৷

ETV Bharat
রাম মন্দির প্রসঙ্গে নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 9:50 PM IST

Updated : Oct 24, 2023, 10:55 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর:অযোধ্যায় রামের জন্মভূমিতে যে রাম মন্দির নির্মাণ হচ্ছে, তাকে ধৈর্যশক্তির জয় বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজয়া দশমী উপলক্ষে দিল্লির ডিডিএ মাঠে দ্বারকার শ্রী রামলীলা সোসাইটি আযোজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি জানান রামের আগমণ আসন্ন, কারণ আর কয়েক মাস পরেই অয়োধ্যায় রাম মন্দির নির্মাণ হয়ে যাবে ৷

প্রধানমন্ত্রী এদিন বলেন, "আমরা যে রাম মন্দির নির্মাণ দেখতে পাচ্ছি, তা আমাদের সৌভাগ্য ৷ পরেরবার অযোধ্যায় রামনমমীর দিন রাম মন্দির যে রামনাম উচ্চারিত হবে তা পুরো পৃথিবীতে শান্তি নিয়ে আসবে ৷ এই নির্মীয়মান মন্দির কয়েক শতাব্দী ধরে ভারতীয়রা যে ধৈর্য ধরে রয়েছেন, সেই ধৈর্যের জয় ৷" তিনি আরও বলেন, "রাম মন্দিরে ভগবান রামের মূর্তি প্রতিষ্ঠা হতে আর কয়েক মাস বাকি ৷ রামের আগমন হতে চলেছে...৷"

একইসঙ্গে এদিন বিরোধীদের খোঁচা দিতেই ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কটাক্ষ, যারা দেশকে জাত ও ধর্মের নামে বিভাজন করতে চায়, সেইসব শক্তির দহনের সূচনার প্রতীক হয়ে থাকবে রাম মন্দির প্রতিষ্ঠার দিনটি ৷ রাবণ দহন প্রসঙ্গে তিনি বলেন, "এটা শুধু রাবণের কুশপুত্তলিকা পোড়ানো নয়, যে শক্তি দেশের সম্প্রতি নষ্ট করতে চায় তাদের বিনাশেরও বার্তা ৷" তিনি আরও জানান, ভারতে অস্ত্রপুজো করা হয় অন্যের জমিকে কবজা করার জন্য নয়, বরং নিজেদের জমিকে রক্ষা করার জন্য ৷

আরও পড়ুন: চিন সীমান্তে রাজনাথ, তাওয়াংয়ে অস্ত্রপুজো করে সেনার প্রশংসায় পঞ্চমুখ প্রতিরক্ষা মন্ত্রী

এদিন দেশবাসীকে নবরাত্রী ও দশেরার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ জানান, এটা অশুভর বিরুদ্ধে শুভর জয়ের প্রতীক ৷ তিনি বলেন, "আমাদের মধ্যে গীতা থেকে প্রাপ্ত জ্ঞানও আছে আবার আমরা আইএনএস তেজস ও বিক্রান্তও নির্মাণ করি ৷ দেশের মানুষ যেমন রামের সম্ভ্রমের কথা জানেন, তেমনই দেশকে রক্ষা করতেই জানেন ৷"

Last Updated : Oct 24, 2023, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details