বাঘপত (উত্তরপ্রদেশ), 19 ফেব্রুয়ারি:ধর্ষণে দোষী সাব্যস্ত বাবাজি দিচ্ছেন পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের পাঠ ! প্য়ারোল নিয়ে হাজতের বাইরে বেরোতেই আবারও স্বমূর্তি ধারণ করেছেন তিনি ! এই বাবাজি আর কেউ নন ৷ তিনি হলেন রাম রহিম (Ram Rahim comments on Population) ৷ ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে কারাগারেই জীবন কাটছিল রাম রহিমের ৷ কিন্তু, সম্প্রতি 40 দিনের প্য়ারোল পান তিনি ৷ আর তারপর থেকেই বাগপতের বারনাওয়া ডেরা আশ্রমে বহাল তবিয়তে সময় কাটাচ্ছেন বাবাজি ৷ কখনও তাঁকে পালিতা কন্য়ার সঙ্গে জন্মদিনের কেক কাটতে দেখা যাচ্ছে, আবার কখনও প্রকাশ্যে আসছে বাবাজির ভিডিয়ো বাণী !
বস্তুত, গত কয়েক দিন ধরে প্রায় রোজই এক-একটি নতুন ভিডিয়ো আসছে রাম রহিমের ৷ তেমনই একটি ভিডিয়োয় ভারত তথা বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল রাম রহিমকে ৷ এমনকী, ইংরেজিতে BIRTH শব্দটির নতুন Full Form-ও তৈরি করে ফেলেছেন বাবাজি ! তৈরি করেছেন নতুন স্লোগান ! বাবাজি বলছেন, 'এক হি সহি, দো কে বাদ নেহি' ৷ অর্থাৎ, এক সন্তানই আদর্শ ৷ তারপরও যদি দ্বিতীয় সন্তানের জন্ম, তাহলে তৃতীয় আর কোনও সন্তান ধারণ নয় ৷ বাবাজির বক্তব্য, ক্রমবর্ধমান জনসংখ্য়াই যত নষ্টের গোড়া ৷ এর জন্যই দেশে তথা বিশ্বে বেকারত্ব বাড়ছে ৷ ঘটছে মারামারি, সন্ত্রাস, অপরাধের ঘটনা ৷