বারাণসী, 6 জানুয়ারি:রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে 22 জানুয়ারি ৷ এর প্রস্তুতি চলছে দেশজুড়ে ৷ উত্তরপ্রদেশের কাশীতেও আনন্দ উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে ৷ এই বিশেষ দিনে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে ৷ কাশী থেকে অযোধ্যা পর্যন্ত গঙ্গা-যমুনার সংস্কৃতি দেখতে পাওয়া যাবে ৷ ভগবান রামের নামে প্রদীপ জ্বালানো হবে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে ৷ এমনকী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতেও ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের দু'জন মহিলা - ডাঃ নাজরীন অনসারি এবং ডাঃ নজমা পরবিন অযোধ্যা থেকে রামজ্যোতি কাশীতে নিয়ে আসবেন ৷ তাঁরা বহুদিন ধরেই ভগবান রামের ভক্ত ৷
মুসলিম মহিলা মঞ্চের জাতীয় সদস্য ডাঃ নাজরীন অনসারি রামজ্যোতি আনতে শনিবার অযোধ্যা রওনা দেবেন ৷ তাঁরই সঙ্গে থাকবেন ভারতীয় আওয়াম পার্টির জাতীয় সদস্য ডাঃ নজমা পরবিন ৷ অযোধ্যায় পৌঁছনোর পর ডাঃ নাজরীনকে রামজ্যোতি দেবেন অযোধ্যার সাকেত ভূষণ শ্রীরাম পীঠের পীঠাধিশ্বর মহন্ত শম্ভু দেবাচার্য ৷ এরপর রবিবার ডাঃ নাজরীন ওই রামজ্যোতি নিয়ে কাশী ফিরে আসবেন ৷ কাশীতে তাঁকে স্বাগত জানাবেন জৌনপুরের কেরাকতে এক মুসলিম পরিবার ৷ এছাড়া রামপন্থের প্রবক্তা কবীন্দ্র নারায়ণের সঙ্গে একশোরও বেশি মানুষ ডাঃ নাজরীনকে স্বাগত জানাবেন ৷ এরপর ওই রামজ্যোতি পৌঁছবে সুভাষ ভবনে ৷ সেখানে 150 টি মুসলিম পরিবার ওই অযোধ্যা থেকে আনা রামজ্যোতি থেকে প্রদীপ জ্বালিয়ে বাড়ি নিয়ে যাবেন ৷ এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা প্রথম থেকেই রামমন্দিরের পক্ষে কথা বলেছেন ৷