অযোধ্যা (উত্তরপ্রদেশ), 3 জানুয়ারি: ভারত জোড়ো যাত্রায় হাঁটতে চান তিনি ৷ তাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে চিঠি লিখলেন রামজন্মভূমি মন্দিরের পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস ৷ এই মহামিছিলেন তাঁর সমর্থন রয়েছে, চিঠিতে জানিয়েছেন আচার্য ৷ 2022 সালের শেষ দিনে রাহুল গান্ধিকে তিনি চিঠিতে জানান, কংগ্রেস নেতার উপর ভগবান রামের আশীর্বাদ সবসময় রয়েছে ৷ এই চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (Acharya Satyendra Das has written a letter to Congress leader Rahul Gandhi extending his support for the Bharat Jodo Yatra) ৷
গত বছরের 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে কাশ্মীরে (Kanyakumari to Kashmir) ৷ এই দীর্ঘ যাত্রাপথে কংগ্রেস নেতা যেন সফল হন, কামনা করেছেন আচার্য দাস ৷ রাহুলের শরীর সুস্থ থাকুক, তিনি দীর্ঘজীবী হন, প্রার্থনা রামজন্মভূমি মন্দিরের পুরোহিতের ৷
এ প্রসঙ্গে ঋগবেদ থেকে সংস্কৃত মন্ত্র 'সর্বজন সুখায় সর্বজন হিতায়' (Sarvajan Sukhay Sarvajan Hitay) উদ্ধৃত করেন ৷ এর অর্থ 'সবার আনন্দে, সবার কল্যাণে' ৷ এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কংগ্রেসের মুখপাত্র সুনীল কৃষ্ণ গৌতম (Sunil Krishna Gautam, district spokesperson, Congress Party Ayodhya) ৷ তিনি বলেন, "রাহুল গান্ধির নেতৃত্বে দেশে ভারত জোড়ো যাত্রা চলছে ৷ তাকে সমর্থন করে অযোধ্যার সন্ত সত্যেন্দ্র দাস একটি চিঠি লিখেছেন ৷"