পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'রাম জন্মভূমি ইস্যু ভোটের রাজনীতি নয়', তেজপুরে বললেন রাজনাথ - India

Rajnath Singh on Ram Janmabhoomi: রামমন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ আর এনিয়ে চর্চাও চলছে দিনভর ৷ রামমন্দির নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি, এমন অভিযোগের উত্তরে আজ সাফ জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

ETV Bharat
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

By ANI

Published : Dec 31, 2023, 10:35 PM IST

তেজপুর, 31 ডিসেম্বর: "রামজন্মভূমির ইস্যুটা একবারেই রাজনৈতিক নয়", বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ রবিবার অসমের তেজপুরে তেজপুর বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন উৎসবে অংশগ্রহণ করেছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, রামমন্দিরের উদ্বোধনের সঙ্গে ভোটের অংক জড়িত কি না ৷

উত্তরে রাজনাথ সিং বলেন, "আমাদের জন্য এটা রাজনৈতিক ইস্যু নয় ৷ ভোট পাওয়ার জন্য নয় ৷ আমাদের কাছে রামজন্মভূমি বিষয়টা একটা সাংস্কৃতিক বিষয় ৷" রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান 22 জানুয়ারি ৷ তবে তা শুরু হবে 16 জানুয়ারি থেকে ৷ তবে 22 জানুয়ারি সকালে পুজোর পর বিকেলে 'মৃগশিরা নক্ষত্রে'র সময়ে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে মন্দিরে ৷

এদিক দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে রাজনাথ সিং বলেন, "2027 সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম তিনটি উন্নত অর্থনৈতিক দেশের মধ্যে থাকবে ৷ 2047 সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ৷"

রাজনাথ সিং তাঁর নিজের শিক্ষকতার অভিজ্ঞতার কথা পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন ৷ পড়ুয়াদের নতুন নতুন ভাবনা গ্রহণ করার উপর জোর দেন তিনি ৷ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "আমি যতদূর তরুণ সমাজকে বুঝেছি, তাতে এটা বলতে পারি যে, পড়ুয়াদের মধ্যে শিক্ষকদের তুলনায় আরও বেশি উদ্ভবনী শক্তি রয়েছে ৷ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় ৷ তাঁরা নতুন চিন্তা-ভাবনা গ্রহণ করতে পারে ৷ অসম দেশকে এরকম বহু কিংবদন্তি দিয়েছে- তাঁরা কেউ শিল্পী, কেউ ধর্মে পণ্ডিত, কেউ রাজনৈতিক নেতা ৷"

স্টার্টআপ সংস্কৃতি এবং উদ্ভাবনী নিয়ে রাজনাথ সিং বলেন, "তরুণদের ক্ষমতা আরও প্রসারিত করতে আমরা স্টার্ট-আপ সংস্কৃতি প্রচার করছি ৷ এছাড়া উদ্ভাবনী ইকোসিস্টেমের কথাও বলছি ৷ সরকারের প্রচেষ্টায় এবং তরুণ শিল্পপতিদের যৌথ উদ্যোগে আজ আমাদের দেশে 1 লক্ষেরও বেশি স্টার্ট-আপ রয়েছে ৷ আর 100 টিরও বেশি ইউনিকর্ন আছে ভারতে ৷ আমরা স্টার্ট-আপের মধ্যে দিয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরে নতুন উদ্ভাবনের প্রচার করেছি ৷"

আরও পড়ুন:

  1. ঘরে ঘরে গিয়ে রাম মন্দির দর্শনের আমন্ত্রণ কর্মসূচি বঙ্গ বিজেপির
  2. রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের
  3. সীতারামের পর মমতা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রীও

For All Latest Updates

TAGGED:

BJPIndiaRam

ABOUT THE AUTHOR

...view details