তেজপুর, 31 ডিসেম্বর: "রামজন্মভূমির ইস্যুটা একবারেই রাজনৈতিক নয়", বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ রবিবার অসমের তেজপুরে তেজপুর বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন উৎসবে অংশগ্রহণ করেছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, রামমন্দিরের উদ্বোধনের সঙ্গে ভোটের অংক জড়িত কি না ৷
উত্তরে রাজনাথ সিং বলেন, "আমাদের জন্য এটা রাজনৈতিক ইস্যু নয় ৷ ভোট পাওয়ার জন্য নয় ৷ আমাদের কাছে রামজন্মভূমি বিষয়টা একটা সাংস্কৃতিক বিষয় ৷" রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান 22 জানুয়ারি ৷ তবে তা শুরু হবে 16 জানুয়ারি থেকে ৷ তবে 22 জানুয়ারি সকালে পুজোর পর বিকেলে 'মৃগশিরা নক্ষত্রে'র সময়ে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে মন্দিরে ৷
এদিক দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে রাজনাথ সিং বলেন, "2027 সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম তিনটি উন্নত অর্থনৈতিক দেশের মধ্যে থাকবে ৷ 2047 সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ৷"
রাজনাথ সিং তাঁর নিজের শিক্ষকতার অভিজ্ঞতার কথা পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন ৷ পড়ুয়াদের নতুন নতুন ভাবনা গ্রহণ করার উপর জোর দেন তিনি ৷ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "আমি যতদূর তরুণ সমাজকে বুঝেছি, তাতে এটা বলতে পারি যে, পড়ুয়াদের মধ্যে শিক্ষকদের তুলনায় আরও বেশি উদ্ভবনী শক্তি রয়েছে ৷ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় ৷ তাঁরা নতুন চিন্তা-ভাবনা গ্রহণ করতে পারে ৷ অসম দেশকে এরকম বহু কিংবদন্তি দিয়েছে- তাঁরা কেউ শিল্পী, কেউ ধর্মে পণ্ডিত, কেউ রাজনৈতিক নেতা ৷"
স্টার্টআপ সংস্কৃতি এবং উদ্ভাবনী নিয়ে রাজনাথ সিং বলেন, "তরুণদের ক্ষমতা আরও প্রসারিত করতে আমরা স্টার্ট-আপ সংস্কৃতি প্রচার করছি ৷ এছাড়া উদ্ভাবনী ইকোসিস্টেমের কথাও বলছি ৷ সরকারের প্রচেষ্টায় এবং তরুণ শিল্পপতিদের যৌথ উদ্যোগে আজ আমাদের দেশে 1 লক্ষেরও বেশি স্টার্ট-আপ রয়েছে ৷ আর 100 টিরও বেশি ইউনিকর্ন আছে ভারতে ৷ আমরা স্টার্ট-আপের মধ্যে দিয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরে নতুন উদ্ভাবনের প্রচার করেছি ৷"
আরও পড়ুন:
- ঘরে ঘরে গিয়ে রাম মন্দির দর্শনের আমন্ত্রণ কর্মসূচি বঙ্গ বিজেপির
- রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের
- সীতারামের পর মমতা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রীও