অযোধ্যা, 20 সেপ্টেম্বর: অযোধ্যায় হতে চলেছে গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির থেকেও লম্বা রামের মূর্তি (Ram idol) ৷ এই মূর্তি গড়বেন প্রখ্যাত ভাস্কর ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত রামভি সুতার (Padma Bhushan awardee Ram V Sutar) ৷ তিনি গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করেছিলেন ৷
জানা গিয়েছে, রামের মূর্তিটি বল্লভভাই প্যাটেলের মূর্তির (Sardar Vallabhbhai Patel) তুলনায় লম্বা হবে । শিল্পী তাঁর ছেলে অনিলের (Anil Sutar) সঙ্গে অযোধ্যাতেই রয়েছেন ৷ সেখানে লতা মঙ্গেশকর চকের (Lata Mangeshkar Chowk) হচ্ছে মূর্তি তৈরির কাজ । তারই তদারক করছেন তিনি ৷ এই বছরের শুরুতে প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী । প্রয়াত গায়িকার (Legendary Singer) নামেই এই স্কোয়ারটি তৈরি করা হচ্ছে ।
এর আগে রামভি সুতার মুম্বইতে ছত্রপতি শিবাজি মহারাজের (Chhatrapati Shivaji Maharaj) 212 মিটার, বাবা সাহেবের (Baba Saheb) 137.2 মিটার ও কর্ণাটকে 46.6 মিটারের লম্বা শিবের (Shiva idol) মূর্তি নির্মাণের প্রকল্পে কাজ করছেন ৷ তিনি বলেন, "অযোধ্যায় যে ভগবান রামের মূর্তি তৈরি হবে সেটি 251 মিটার উঁচু ৷ স্ট্যাচু অফ ইউনিটির থেকে 69 মিটার উঁচু হবে এই মূর্তি ।"