কলকাতা, 30 অগস্ট:আজ রাখি ৷ জাতিধর্ম নির্বিশেষে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি ৷ বোন-দিদিরা রাখি বাঁধছেন ভাই-দাদাদের হাতে ৷ হচ্ছে উপহার বিনিময়। চলছে মিষ্টিমুখের পর্ব ৷ বুধবার রাখি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে ৷
এ দিন সকলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটে লেখেন, "সকল দেশবাসীকে রাখিবন্ধনের শুভ উৎসবে উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ৷ এই উৎসবটি ভাই এবং বোনের অবিরাম ভালবাসার প্রতীক। অত্যন্ত উৎসাহের সঙ্গে দেশজুড়ে এই উৎসব পালিত হয় । রাখিবন্ধন উপলক্ষে আসুন আমরা দেশে নারীদের জন্য আরও নিরাপদ এবং সমমর্যাদামূলক পরিবেশ তৈরি করার অঙ্গীকার নিই ।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের টুইটারে লেখেন, "আমার পরিবারের সকল সদস্যদের রাখিবন্ধনের শুভেচ্ছা। বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতিফলন এই রাখিবন্ধন উৎসব ৷ এটি আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলনও। আমি কামনা করি এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতিকে আরও বাড়িয়ে তুলুক ।"