পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Raksha Bandhan: রাখিবন্ধনে সুরানা গ্রামে দেখা দেয় অশুভ লক্ষণ, উৎসবে 'না' গ্রামবাসীর - Surana Rakhi

গাজিয়াবাদের সুরানা গ্রামে শত বছর পেরিয়ে গেলেও আজও রাখি উৎসব পালন হয় না । গ্রামে কেউ যদি রাখি উৎসব পালন করে, তাহলে গ্রামে অশুভ লক্ষণ দেখা দেয় । জেনে নিন, সুরানা গ্রামের গল্প (Surana Village People Never Celebrate Rakhi) ৷

Surana Rakhi
রাখি পালনে সুরানা গ্রামে দেখা দেয় অশুভ লক্ষণ, উৎসবে 'না' গ্রামবাসীর

By

Published : Aug 5, 2022, 9:44 PM IST

গাজিয়াবাদ, 5 অগস্ট: ভারতে অত্যন্ত সাড়ম্বরে পালিত হয় রাখি বন্ধন উৎসব ৷ বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁদের সুরক্ষার প্রতিশ্রুতি দেয় ৷ কিন্তু গাজিয়াবাদের মুরাদনগরের সুরানা গ্রাম গত একশো বছরেও রাখি বন্ধন পালন করেনি ৷ কারণ প্রাচীন বিশ্বাস অনুসারে, গ্রামে রাখি বন্ধন উদযাপন করা একটি অশুভ লক্ষণ (Surana Village People Never Celebrate Rakhi) ৷

সুরানা গ্রামের বাসিন্দা রাহুল সুরানা জানান, জেলার ছাবড়িয়া গোত্রের লোকজন রাখি বন্ধন উৎসবকে অশুভ মনে করে । গাজিয়াবাদ শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে সুরানা গ্রাম । একাদশ শতাব্দীতে সোনগড় নামে পরিচিত ছিল । শতশত বছর আগে রাজস্থান থেকে আসা পৃথ্বীরাজ চৌহানের বংশধর সোন সিং রানা হিন্দন নদীর তীরে ক্যাম্প করেছিলেন । মহম্মদ গৌরী যখন জানতে পারলেন যে পৃথ্বীরাজ চৌহানের বংশধররা সোহানগড়ে থাকেন, তখন তিনি রাখির দিন সোহানগড় আক্রমণ করেন ৷ এরপর মহিলা, শিশু, বৃদ্ধ ও যুবকদের জীবন্ত হাতির পায়ের নিচে পিষে দেয় ।

আরও পড়ুন:বিশেষভাবে সক্ষমরা বানাচ্ছেন পরিবেশ বান্ধব রাখি

রাহুল আরও জানান, মহম্মদ গৌরীর আক্রমণের আগে সোনাগড় অর্থাৎ সুরানা গ্রামে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হত রাখি উৎসব । হামলার পর পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় । কিন্তু গ্রামের এক বাসিন্দা জাসকাউর তখন ওই গ্রামে ছিলেন না । জাসকাউর অন্তঃসত্ত্বা থাকায় তিনি তখনও বাপের বাড়িতে ছিলেন ৷ পরে জাসকাউর লাকি ও চুন্দা নামে যজম সন্তানের জন্ম দেন । বড় হওয়ার পর দুই সন্তানই ফিরে এসে সোনগড়ে বসবাস শুরু করেন ৷

রাখি পালনে সুরানা গ্রামে দেখা দেয় অশুভ লক্ষণ, উৎসবে 'না' গ্রামবাসীর

রাহুল জানান, নতুন প্রজন্ম পুরনো ঐতিহ্যকে এড়িয়ে রাখি বন্ধন উদযাপন করার চেষ্টা করেছিল ৷ যার পরে গ্রামের অনেক বাড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটে । সেই কারণে এখন রাখি বন্ধনকে অশুভ মনে করে সকলে । তিনি আরও জানান, শুধুমাত্র গ্রামে বসবাসকারী লোকেরাই নয়, যারা গ্রাম ছেড়ে শহরে বা বিদেশে স্থায়ী হয়েছে তাঁরাও । সেই লোকেরাও রাখি উৎসব উৎসব পালন করে না ।

ভূপেন্দ্র যাদব নামে এক যুবক সেনাবাহিনীতে কর্মরত । তিনি জানান, রাখিবন্ধন উৎসবের আগে সব সেনার বোনেরা কুরিয়ারের মাধ্যমে রাখি পাঠালেও আমাদের ডিউটির জায়গায় রাখি পৌঁছয় না । বন্ধুরা যখন জিজ্ঞেস করে তোমার জায়গা থেকে রাখি আসেনি কেন, তখন আমরা তাদের বলি আমাদের গ্রামের ইতিহাস ।

ABOUT THE AUTHOR

...view details