পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুধবার কৃষক আন্দোলন নিয়ে মমতার সঙ্গে বৈঠক টিকায়েতের - bharatiya kisan union

তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শীত, গ্রীষ্ম কাটিয়ে এবার বর্ষার মুখোমুখি কৃষক আন্দোলন, সঙ্গে দোসর করোনাভাইরাস সংক্রমণ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন প্রথম থেকেই ৷ এবার তাঁকে শুভেচ্ছা জানাতে আর কৃষক আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে রাজ্যে আসছেন বিকেইউ নেতা রাকেশ টিকায়েত ৷

রাজ্যে আসছেন রাকেশ টিকায়েত
রাজ্যে আসছেন রাকেশ টিকায়েত

By

Published : Jun 7, 2021, 10:43 AM IST

Updated : Jun 7, 2021, 11:54 AM IST

ফতেহবাদ (হরিয়ানা), 7 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসবেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত ৷ সূত্রে জানা গিয়েছে, বুধবার (9 জুন) ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ)-এর নেতা কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করতে আসছেন রাজ্যে ৷ আর পাশাপাশি বিজেপি-কে হারিয়ে ক্ষমতায় ফেরার নজির গড়ার জন্য শুভেচ্ছা জানাবেন তৃণমূল নেত্রীকে ৷

আরও পড়ুন : কল সেন্টারের নামে বিদেশে প্রতারণা, দিল্লি পুলিশের জালে 21 প্রতারক

বিধানসভা নির্বাচনের আগে বিকেইউ নেতা রাজ্যে এসে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ও কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছেন, কৃষক আন্দোলনকে সমর্থন করার কথা জানিয়েছেন ৷ এমনকি বেশ কয়েকজন তৃণমূল নেতা দিল্লি সীমানায় গিয়ে গত বছরের নভেম্বর থেকে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেছেন ৷

এবার দিল্লিতে করোনা সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে ৷ তাই আরও জোরদার লড়াইয়ে নামার পরিকল্পনা করছে কৃষক সংগঠন ৷ বুধবার দুই কৃষক নেতাকে গ্রেফতার করে ফতেহবাদের তোহানার পুলিশ ৷ তাদের ছেড়ে দেওয়ার দাবিতে গত শনিবার থেকে তোহানা সর্দার পুলিশ স্টেশনের সামনে ধর্নায় বসেছিলেন গুরনাম সিং চাদুনি, ইউনাইটেড কিষাণ মোর্চার নেতা যোগেন্দ্র-র মতো বহু কৃষক নেতা ৷ তবে রবিবার রাতে ওই দুই কৃষক নেতাকে জামিনে ছেড়ে দেওয়ায় ধর্না তুলে নেন কৃষক নেতারা ৷

Last Updated : Jun 7, 2021, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details