মুজফ্ফরনগর, 28 জানুয়ারি : গতকালের তাণ্ডবের পর সংযুক্ত কিষান মোর্চা থেকে সরে দাঁড়িয়েছে একাধিক সংগঠন । কিন্তু ধর্নায় অনড় কৃষক নেতা রাকেশ টিকাইত । আজ সাংবাদিক বৈঠকে রাকেশ টিকাইত জানান, " কৃষকদের স্বার্থে আন্দোলন জারি থাকবে । আগের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন যেমন চলছিল, তেমনই চলবে । আন্দোলন জারি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ।"
রাকেশ টিকাইত আজ তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, "যতক্ষণ পর্যন্ত এই তিনটি কালা আইন থাকবে, ততক্ষণ এই আন্দোলন অব্যাহত থাকবে ।" তবে গতকালের মতো পরিস্থিতি যাতে আবার তৈরি না হয়, তা নিশ্চিত করতে চাইছেন টিকাইত । তাই আজ সাংবাদিক বৈঠক করার সময় গান্ধিবাদী পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন । বললেন, "পুলিশ যদি লাঠি চালায় চালাক, আমরা লাঠি খাব । গুলিও খেতে তৈরি । পুলিশের গুলি কম পড়ে যাবে ।"