দিল্লি, 24 মে : কেন্দ্রীয় সরকারের সঙ্গে নতুন কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে ফের কথা বলতে চান রাকেশ টিকায়েত ৷ মোহালিতে রবিবার সাংবাদিকদের এ কথা জানান বিকেইউ নেতা ৷ সম্প্রতি অভয় সিং সান্ধুর মৃত্যুতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখানে ৷ উল্লেখ্য অভয় সিং স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের ভাইপো ৷ কোভিড-19 থেকে সেরে উঠলেও সংক্রমণ-পরবর্তী নানা জটিলতায় মারা যান তিনি ৷
40 টিরও বেশি কৃষক দলের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)-র নেতা রাকেশ বলেন, "বিগত ছ'মাস ধরে কৃষকেরা দিল্লি সীমানায় আন্দোলন চালিয়ে গেলেও সরকার শুনছে না ৷ কংগ্রেস, টিএমসি, বিভিন্ন বাম দল, এসপি, এনসিপি আর ডিএমকে-সহ দেশের মোট 12টি বিরোধী দল 26 মে দেশজুড়ে তাদের প্রতিবাদকে সমর্থন করছে ৷" শুক্রবার তিনি আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষি আইন প্রসঙ্গে কথা বলতে চেয়ে চিঠি পাঠিয়েছেন ৷ গত বছরের নভেম্বর মাস থেকে লাগাতার অবস্থান করছেন তাঁরা রাজধানীর সীমানায় ৷