পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাংলায় কিষান মহাপঞ্চায়েত হবে, ঘোষণা রাকেশ টিকায়েতের

ইতিমধ্যে বেশ কয়েকটি কিষান মহাপঞ্চায়েত হয়েছে ৷ কিষান মহাপঞ্চায়েত হওয়ার কথা রয়েছে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও পঞ্জাবে ৷ মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকায়েত জানালেন, বাংলাতেও হবে কিষান মহাপঞ্চায়েত ৷

rakesh-tikait-and-sanyukt-kisan-morcha-kisan-mahapanchayat-in-bengal
rakesh-tikait-and-sanyukt-kisan-morcha-kisan-mahapanchayat-in-bengal

By

Published : Feb 16, 2021, 10:52 PM IST

দিল্লি, 16 ফেব্রুয়ারি : দেশের অন্য প্রান্তের মতো এবার বাংলাতেও কিষান মহাপঞ্চায়েত হবে। বাংলায় আসবেন আন্দোলনরত কৃষকরা, জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত ৷

80 দিন পেরিয়ে গিয়েছে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে চলা দিল্লির সিঙ্ঘু সীমান্তের কৃষক আন্দোলন ৷ গত 26 জানুয়ারির লালকেল্লার বিক্ষোভের পর নয়া মোড় নিয়েছিল আন্দোলন ৷ ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা টুইট করার পর আলাদা গতি পেয়েছে কৃষক বিক্ষোভ ৷ এই অবস্থায় দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে চাইছে সংযুক্ত কিষান মোর্চার নেতারা ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি কিষান মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছে ৷ আগামীতে কিষান মহাপঞ্চায়েত হওয়ার কথা রয়েছে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও পঞ্জাবেও ৷ এই অবস্থায় মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দিলেন, আগামীতে বাংলাতেও হবে কিষান মহাপঞ্চায়েত ৷

আরও খবর: কৃষকদের পাশে গান্ধিজির নাতনি, গেলেন গাজিপুরে

রোহতকে সাংবাদিকদের রাকেশ টিকায়েত বলেন, "আন্দলনরত কৃষকরা সরকারের সঙ্গে সংঘর্ষের শেষ দেখে ছাড়বে ৷ আমরা বাংলাতেও যাব ৷ কৃষকদের জন্য লড়ব ৷ বাংলার কৃষকরাও সমস্যার মধ্যে আছেন ৷ ওখানেও ফসলের দাম পাওয়া যাচ্ছে না ৷"

পশ্চিবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে সংযুক্ত কিষান মোর্চার নেতারা আন্দোলন শুরু করলে তা যে রাজ্য রাজনীতিকে নয়া মাত্রা দেবে, তা বলা বাহুল্য ৷ কৃষক নেতা গুরনাম সিং চাড়ুনি সরাসরি জানিয়ে দিলেন, "বিজেপি হারলেই কৃষকরা জিতবে ৷ আমরা পশ্চিমবাংলায় যাব ৷ ওখানকার ভাইদের বলব, যারা আমাদের (কৃষকদের) বিপক্ষে আইন বানিয়েছে তাদের ভোট দেবেন না ৷"

ABOUT THE AUTHOR

...view details