দিল্লি, 16 ফেব্রুয়ারি : দেশের অন্য প্রান্তের মতো এবার বাংলাতেও কিষান মহাপঞ্চায়েত হবে। বাংলায় আসবেন আন্দোলনরত কৃষকরা, জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত ৷
80 দিন পেরিয়ে গিয়েছে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে চলা দিল্লির সিঙ্ঘু সীমান্তের কৃষক আন্দোলন ৷ গত 26 জানুয়ারির লালকেল্লার বিক্ষোভের পর নয়া মোড় নিয়েছিল আন্দোলন ৷ ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা টুইট করার পর আলাদা গতি পেয়েছে কৃষক বিক্ষোভ ৷ এই অবস্থায় দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে চাইছে সংযুক্ত কিষান মোর্চার নেতারা ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি কিষান মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছে ৷ আগামীতে কিষান মহাপঞ্চায়েত হওয়ার কথা রয়েছে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও পঞ্জাবেও ৷ এই অবস্থায় মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দিলেন, আগামীতে বাংলাতেও হবে কিষান মহাপঞ্চায়েত ৷