পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বিল পাশ রাজ্যসভায় - নির্বাচন কমিশনার নিয়োগ

Rajya Sabha: মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (নিযুক্তি, চাকরির শর্তাবলী এবং অফিসের মেয়াদ) বিল, 2023 মঙ্গলবার পাশ করানো হল রাজ্যসভায় ৷ ধ্বনিভোটে এই বিল পাশ হয় ৷ গত 10 অগস্ট সংসদে এই বিল পেশ করা হয়েছিল ৷

Parliament
Parliament

By PTI

Published : Dec 12, 2023, 8:18 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ ও চাকরির শর্তাবলী নিয়ন্ত্রণের জন্য একটি বিল মঙ্গলবার পাশ হল রাজ্যসভায় ৷ মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (নিযুক্তি, চাকরির শর্তাবলী এবং অফিসের মেয়াদ) বিল, 2023 এ দিন সংসদের উচ্চকক্ষে ধ্বনিভোটে পাশ হয়ে যায় ।

গত 10 অগস্ট এই বিলটি সংসদে পেশ করা হয়েছিল ৷ 1991 সালের আইন অনুযায়ী এতদিন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত কোনও ধারা ছিল না । সেই আইন বদলাতে ওই বিল পেশ করা হয় ৷ যা মঙ্গলবার পাশ হয়ে গেল ৷

সরকারের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, আগের আইনে কিছু দুর্বলতা ছিল ৷ সেই কারণে তা বদলে নতুন আইন প্রয়োজনীয় ছিল । তিনি আরও জানান, যে কেউ ভারতের নির্বাচন কমিশনার হতে পারেন৷ কিন্তু সেই পদে বসার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ৷ তবে বিরোধীদের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা এড়াতেই এই বিল আনা হয়েছে ৷

এ দিন রাজ্যসভায় জবাবি ভাষণ দেওয়ার সময় বিরোধীদের সেই অভিযোগও খারিজ করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের এই মন্ত্রী ৷ তিনি জানান, এই বিল সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই আনা হয়েছে ৷ সংবিধানে ক্ষমতার বিভাজন যে বিষয়টি উল্লেখ করা আছে, সেটা এর মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় ।

উল্লেখ্য, গত 4 ডিসেম্বর শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত ৷ চলতি অধিবেশনে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক বিল পাশ করানো হয়েছে ৷ সোমবার জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দু’টি বিল রাজ্যসভায় পাশ হয় ৷ সেই বিল দু’টি মঙ্গলবার লোকসভায় পাশ হয়েছে ৷

আরও পড়ুন:

  1. শীঘ্রই মহুয়াকে সরকারি বাংলো ছাড়তে বলুন, কেন্দ্রকে চিঠি লোকসভার আবাসন কমিটির
  2. 2025-এ ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে, দাবি অমিত শাহের
  3. ভারতের জিডিপি বৃদ্ধি গত 10 বছরের রূপান্তরমূলক সংস্কারের প্রতিফলন, দাবি প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details