পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাজেটের পরদিনই কৃষক বিক্ষোভ নিয়ে উত্তাল রাজ্যসভা, ওয়াক আউট বিরোধীদের - ওয়াক আউট বিরোধীদের

বাজেট পেরোতেই সরগরম রাজ্যসভা। বিষয় কৃষি বিক্ষোভ। সব কাজ বাদ দিয়ে এই নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের দেওয়া নোটিস খারিজ করে দেন বেঙ্কাইয়া নাইডু। তারই প্রতিবাদে ওয়াক আউট করে বিরোধীরা।

Rajya Sabha briefly adjourned after Opposition walks out over farm stir discussion
রাজ্যসভা থেকে ওয়াক আউট বিরোধীদের

By

Published : Feb 2, 2021, 11:23 AM IST

দিল্লি, 2 ফেব্রুয়ারি: বাজেটের পরদিনই কৃষি আইন নিয়ে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। এদিন সকালে অন্যান্য বিতর্ক ও আলোচনা সরিয়ে রেখে কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের আন্দোলন নিয়ে আলোচনার নোটিস দিয়েছিল বিরোধীরা । তবে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তাতে সম্মতি না দেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু হয়। ওয়াকআউট করে রাজ্যসভা থেকে বেরিয়ে যান বিরোধী দলের সাংসদরা।

বাজেটের পরদিন রাজ্যসভার অধিবেশনে অন্য সব কাজ সরিয়ে রেখে নয়া কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের আন্দোলন নিয়ে আলোচনার দাবি জানিয়ে নোটিস দেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ও ডিএমকে সাংসদ তিরুচি শিবা । একই দাবি জানিয়ে নোটিস দেন বিএসপি সাংসদ অশোক সিদ্ধার্থ, আরজেডি সাংসদ মনোজ ঝা, সিপিআই সাংসদ বিনয় বিশ্বম ও সিপিআইএম সাংসদ এলামারাম করিম।

তবে এই দাবি খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, ''কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে জিরো আওয়ারের নোটিসের সময় পেরিয়ে যাচ্ছে না, তা পরে করা হবে। আজ নয়, কৃষকদের নিয়ে আলোচনা কাল হবে।'' তিনি আরও বলেন, ''নিজের বক্তৃতায় কৃষকদের বিক্ষোভের কথা উল্লেখ করেছেন রাষ্ট্রপতি। আমি চেয়েছিলাম আজই এ নিয়ে আলোচনা হোক। তবে আমাকে বলা হয়েছে, আগে এই নিয়ে আলোচনা হবে লোকসভায়। সে কথা মাথায় রেখেই সম্মত হয়েছি যে, কাল রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করব।''

আরও পড়ুন:কেমন হল বাজেট ? মূল্যায়নে ইটিভি ভারত

নাইডু কৃষক বিক্ষোভ নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ করে দেওয়ার পরই তুমুল শোরগোল শুরু হয় রাজ্যসভায়। ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা। হই-হট্টগোলের জেরে রাজ্যসভা সকাল 10.30টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details