দিল্লি, 2 ফেব্রুয়ারি: বাজেটের পরদিনই কৃষি আইন নিয়ে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। এদিন সকালে অন্যান্য বিতর্ক ও আলোচনা সরিয়ে রেখে কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের আন্দোলন নিয়ে আলোচনার নোটিস দিয়েছিল বিরোধীরা । তবে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তাতে সম্মতি না দেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু হয়। ওয়াকআউট করে রাজ্যসভা থেকে বেরিয়ে যান বিরোধী দলের সাংসদরা।
বাজেটের পরদিন রাজ্যসভার অধিবেশনে অন্য সব কাজ সরিয়ে রেখে নয়া কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের আন্দোলন নিয়ে আলোচনার দাবি জানিয়ে নোটিস দেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ও ডিএমকে সাংসদ তিরুচি শিবা । একই দাবি জানিয়ে নোটিস দেন বিএসপি সাংসদ অশোক সিদ্ধার্থ, আরজেডি সাংসদ মনোজ ঝা, সিপিআই সাংসদ বিনয় বিশ্বম ও সিপিআইএম সাংসদ এলামারাম করিম।