নয়াদিল্লি, 14 ডিসেম্বর: রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েনকে আবারও সাসপেন্ড করা হল রাজ্যসভা থেকে ৷ সংসদে 'অবৈধ ও খারাপ আচরণ' করার অভিযোগে রাজ্যসভার শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব বৃহস্পতিবার রাজ্যসভায় গৃহীত হয়েছে ৷ রাজ্যসভার দলনেতা পীযূষ গোয়েল তিনি ডেরেকের বিরুদ্ধে রুল 256-র অধীনে প্রস্তাব আনেন, তাঁকে অবিলম্বে শীতকালীন আধিবেশন থেকে সাসপেন্ড করা হোক । সেই প্রস্তাবই গৃহীত হয় । রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মতে, ডেরেক ও'ব্রায়েন অধিবেশন কক্ষের ভেতরে ঢুকে স্লোগান দেন ৷ বিরোধীরা আজ যখন গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন, তখন অধিবেশনের কাজ ব্যাহত করার অভিযোগ আনা হয়েছে ডেরেকের বিরুদ্ধে ৷
বুধবার সংসদের নিরাপত্তার গাফিলতির ঘটনার জবাব দিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলের সাংসদেরা ৷ রাজ্যসভায় তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা, আর সেই বিক্ষোভকে নেতৃত্ব দেন ডেরেক ৷ তাঁরা গতকাল সংসদে অনুপ্রবেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধিবেশন কক্ষে উপস্থিতি এবং বিবৃতি দাবি করেন ৷ ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় সাংসদদের নিজের জায়গায় গিয়ে বসতে বলেন ৷ যদিও সে কথা না শুনে ডেরেকের নেতৃত্বে বিরোধীরা বিক্ষোভ চালিয়ে যান ৷ এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ধনকড় ও ডেরেকের ৷ তারই ফলস্বরূপ চলতি বছরের অগস্ট মাসেও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ডেরেককে ৷
সংসদের উচ্চকক্ষে তৃণমূল সাংসদকে বরখাস্ত করার প্রস্তাব গৃহীত হয় । সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনার দাবি করেছিলেন ডেরেক ৷ এই নিয়ে বিক্ষোভের মধ্যেই তৃণমূল সাংসদের নাম ধরে ডেকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ডেরেককে অধিবেশন কক্ষ ছেড়ে চলে যেতে বলেন ৷