পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধনকড়ের হাতে ফের সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন, তুমুল হইচই রাজ্যসভায়

Derek O Brien Suspended: সকাল থেকেই তুমুল হই-হট্টগোল রাজ্যসভায় ৷ তার জেরে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে ফের সাসপেন্ড করা হয়েছে ৷ চলতি শীতকালীন অধিবেশনের বাকি দিনে আর রাজ্যসভায় ঢুকতে পারবেন না তিনি ৷

Derek O Brien Derek O BrienSuspended
রাজ্যসভা থেকে ফের সাসপেন্ড ডেরেক

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 12:46 PM IST

Updated : Dec 14, 2023, 3:08 PM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েনকে আবারও সাসপেন্ড করা হল রাজ্যসভা থেকে ৷ সংসদে 'অবৈধ ও খারাপ আচরণ' করার অভিযোগে রাজ্যসভার শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব বৃহস্পতিবার রাজ্যসভায় গৃহীত হয়েছে ৷ রাজ্যসভার দলনেতা পীযূষ গোয়েল তিনি ডেরেকের বিরুদ্ধে রুল 256-র অধীনে প্রস্তাব আনেন, তাঁকে অবিলম্বে শীতকালীন আধিবেশন থেকে সাসপেন্ড করা হোক । সেই প্রস্তাবই গৃহীত হয় । রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মতে, ডেরেক ও'ব্রায়েন অধিবেশন কক্ষের ভেতরে ঢুকে স্লোগান দেন ৷ বিরোধীরা আজ যখন গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন, তখন অধিবেশনের কাজ ব্যাহত করার অভিযোগ আনা হয়েছে ডেরেকের বিরুদ্ধে ৷

বুধবার সংসদের নিরাপত্তার গাফিলতির ঘটনার জবাব দিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলের সাংসদেরা ৷ রাজ্যসভায় তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা, আর সেই বিক্ষোভকে নেতৃত্ব দেন ডেরেক ৷ তাঁরা গতকাল সংসদে অনুপ্রবেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধিবেশন কক্ষে উপস্থিতি এবং বিবৃতি দাবি করেন ৷ ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় সাংসদদের নিজের জায়গায় গিয়ে বসতে বলেন ৷ যদিও সে কথা না শুনে ডেরেকের নেতৃত্বে বিরোধীরা বিক্ষোভ চালিয়ে যান ৷ এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ধনকড় ও ডেরেকের ৷ তারই ফলস্বরূপ চলতি বছরের অগস্ট মাসেও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ডেরেককে ৷

সংসদের উচ্চকক্ষে তৃণমূল সাংসদকে বরখাস্ত করার প্রস্তাব গৃহীত হয় । সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনার দাবি করেছিলেন ডেরেক ৷ এই নিয়ে বিক্ষোভের মধ্যেই তৃণমূল সাংসদের নাম ধরে ডেকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ডেরেককে অধিবেশন কক্ষ ছেড়ে চলে যেতে বলেন ৷

সংসদের বাইরে বক্তৃতা দিতে গিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বিজেপি সাংসদ প্রতাপ সিমহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ৷ সংসদে অনুপ্রবেশে অভিযুক্ত মনোরঞ্জনকে সংসদের ভিজিটর পাশ পেতে সাহায্য করেছিলেন বিজেপি সাংসদ । দোলা বলেন, "এ বিষয়ে এথিকস কমিটি কেন চুপ ? প্রতাপ সিমহা যিনি একজন বিজেপি সাংসদ, তাঁকে কেন বহিষ্কার করা হচ্ছে না ? আমরা গুরুত্বের সঙ্গে জানতে চাই, যদি সংসদ সদস্যদের নিরাপত্তার সঙ্গে আপস করা হয়, তাহলে দেশের মানুষের কী হবে ? স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথাও বলেননি । সঠিক তদন্ত দাবি করে তৃণমূল ৷"

এ দিকে, লোকসভা সচিবালয় নিরাপত্তার ত্রুটির কারণে বৃহস্পতিবার আটজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে ৷ 2001 সালের সংসদে সন্ত্রাসবাদী হামলার বার্ষিকীতে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে অধিবেশন কক্ষে । দুই ব্যক্তি - সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি - জিরো আওয়ারে পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়েন, ক্যানিস্টার থেকে হলুদ গ্যাস ছড়িয়ে দেন তাঁরা ৷ সাংসদরা তাঁদের ধরে ফেলেন ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা লঙ্ঘন নিয়ে সংসদের ভিতরে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন । অন্যদিকে, বিরোধী নেতারা উভয় কক্ষেই এই নিয়ে বক্তব্য দাবি করছেন ।

আরও পড়ুন:

  1. সংসদে হামলায় নিরাপত্তায় গাফিলতি ! সাসপেন্ড 8 আধিকারিক, সতর্ক থাকার বার্তা রাজনাথের
  2. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  3. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
Last Updated : Dec 14, 2023, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details