নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: রাজ্যসভায় বাজেট অধিবেশনের প্রথম পর্বের মুলতুবি হয়ে গেল সোমবার (Rajya Sabha Adjourned) ৷ আগামী 13 মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি করার কথা এদিন জানান, উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar) ৷ কিন্তু তার আগে এদিন আবার বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উচ্চকক্ষ ৷ তার কারণ, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) মন্তব্য মুছে ফেলার বিরোধিতায় সরব হয় বিরোধীরা ৷
এছাড়া দাবি ওঠে, কংগ্রেস (Congress) সাংসদ রজনী পাটিলের সাসপেনশন প্রত্যাহার করার ৷ রজনীকে রাজ্যসভার মধ্যে ভিডিয়ো রেকর্ডিং করার অভিযোগে এই বাজেট অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে ৷ তাছাড়া আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে (Adani Hindenburg Issue) যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে আরও একবার রাজ্যসভায় হইচই করেন বিরোধী সাংসদরা ৷ আর তার জেরেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ধনকড়ের তরফে ৷
যদিও সম্পূর্ণ মুলতুবি হওয়ার আগেও বেলা 11টা 50 মিনিট নাগাদ কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করেছিলেন চেয়ারম্যান ৷ এর পর যখন অধিবেশন আবার শুরু হয়, তখন বিরোধীরা আবার হট্টগোল শুরু করেন ৷ তাঁরা একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ৷ যার জেরে স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয় সংসদের উচ্চকক্ষে ৷