পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajnath Singh: প্রয়োজনে নিয়ন্ত্রণ রেখা পেরতে পারে সেনা, কার্গিল যুদ্ধের প্রসঙ্গ টেনে হুঙ্কার রাজনাথের - লাদাখ

Kargil Vijay Diwas: কার্গিল বিজয় দিবস উপলক্ষে বুধবার লাদাখে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেখানে তিনি, নাম না করে পাকিস্তানকে বার্তা দেন ৷

Rajnath Singh
রাজনাথ সিং

By

Published : Jul 26, 2023, 7:04 PM IST

লাদাখ, 26 জুলাই: 1999 এর কার্গিল যুদ্ধে ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখে পেরোয়নি, কিন্তু চাইলে পাকিস্তানে ঢুকে যেতে পারত এদেশের বাহিনী ৷ 24 তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখে সেনা বাহিনীর বিশেষ এক অনুষ্ঠানে যোগ দিয়ে বুধবার এই দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এদিন কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ সিং বলেন, "দেশের সম্মান ও গরিমা আমাদের কাছে সবার উপরে ৷ তাই দেশের সম্মান রক্ষা ও অখণ্ডতার স্বার্থে আমরা যে কোনও পর্যায়ে যেতে পারি ৷" দেশের স্বার্থে প্রয়োজনে সেনা সীমান্ত অতিক্রম করতে পারে বলেও এদিন মন্তব্য করেছেন রাজনাথ ৷

এদিন প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, 1999 সালের 26 জুলাই 'অপারেশন বিজয়'য়ের মাধ্যমে কার্গিল যুদ্ধে জয় পাওয়ার পর ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘণ করেনি কারণ, ভারত শান্তিপ্রিয় দেশ ৷ ভারত শান্তিতে বিশ্বাস করে ও আন্তর্জাতিক আইন মেনে চলে ৷ রাজনাথ সিং এই প্রসঙ্গে আরও বলেন,"আমরা সেবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যাইনি তার মানে এই নয় যে আমরা তা পারতাম না বা পারি না ৷ দেশের স্বার্থে প্রয়োজনে আমরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যেতে পারি ৷" মূলত 1999 সালের ভারত-পাক যুদ্ধ প্রসঙ্গে রাজনাথ এই কথা বললেও, চিনের সঙ্গে বর্তমান সীমান্ত বিবাদের প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: লাদাখে কার্গিল বিজয় দিবস উদযাপন, শ্রদ্ধা জানালেন রাজনাথ ; দেখুন ভিডিয়ো

কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন রাজনাথ জানান, কার্গিল যুদ্ধ ভারতের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ৷ তাঁর দাবি, ভারত কূটনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে যাবতীয় বিবাদ মেটাতে সচেষ্ট ছিল, কিন্তু সেসময় ভারতের পিঠে ছুড়ি মারা হয় ৷ কাশ্মীর সমস্যার সমাধানে ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের তাগিদে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপায়ীর ভূমিকার কথাও বলেন রাজনাথ ৷ ভারতীয় সেনা কোনও প্রতিপক্ষকে ভয় পায় না বলেও জানিয়েছেন রাজনাথ ৷ তিনি জানান, দেশের অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থে সেনাকে সবরকম সিদ্ধান্ত নিতে দেয় সরকার ৷ আগে রাজনৈতিক সিদ্ধান্ত হীনতা ছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে দেশ সেনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details