নয়া দিল্লি, 17 মে : সোমবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তৈরি 2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (2-ডিজি) ড্রাগের প্রথম ব্যাচের সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷
গতকাল রাতে ডিআরডিও-র তরফে টুইটে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সোমবার সকাল সাড়ে দশটায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে অ্যান্টি কোভিড ড্রাগ 2-ডিজি-এর প্রথম ব্যাচটির সূচনা করবেন । ডা. রেড্ডির ল্যাবরেটরির সহযোগিতায় ডিআরডিও'র ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাইডেড সায়েন্সেস (আইএনএমএএস) এই ড্রাগটি তৈরি করেছে ।