নয়াদিল্লি, 16 জুন : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের জল মাপছে গেরুয়া শিবির ? গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে 17টি দলের নেতাদের বৈঠক হয় ৷ এরপরই নেত্রীকে ফোন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ মুখ্যমন্ত্রী ছাড়াও তিনি অন্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও কথা বলেছেন (Defence Minister Rajnath Singh speaks to Mamata Banerjee over President Election) ৷
বুধবার নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে 22টি দলের অংশ নেওয়ার কথা থাকলেও আসেনি টিআরএস, আপ ৷ তবে হাজির ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, রণদীপ সুরজেওয়ালা ৷ এছাড়া এনসিপি প্রধান শরদ পাওয়ার তো মমতার পাশে আগে থেকেই আছেন ৷ দিল্লি পৌঁছে মমতা আগে তাঁর সঙ্গে দেখা করেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি নেতারা সর্বসম্মিলিত ভাবে শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন ৷